0
Categoryfilter down arrow

Rang Bangladesh

 • About Merchant
 • Review & Rating

Filter


Sub Category


Price


Total1 Product Found

 

Rang Bangladesh

 

About:

 

Leading Fashion Brand of Bangladesh.

Founding Date: November 1, 2015

Our Story:

রঙ থেকে রঙ বাংলাদেশ। সময়কে রাঙিয়ে তোলার ব্রতে নিরন্তর সৃষ্টির নেশায় মশগুল বন্ধুদের পৃথিবীর নাম ছিল রঙ। জন্ম ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর। চাষাড়ার সান্তনা মার্কেটের ছোট্ট পরিসরে। এরপর দীর্ঘ চলার পথে অর্জিত নানা অভিজ্ঞতাকে সঙ্গী করেই নতুন অভিযান। ২০১৫ সালে আত্মপ্রকাশ রঙ বাংলাদেশ-এর। বাংলাদেশের ফ্যাশন পরিমন্ডলে নিজেদের অবস্থান সৃদৃঢ় করে অভিষ্ট লক্ষ্যে এগোতে প্রত্যয়ী। সেই সাফল্যকে সঙ্গী করে বাংলাদেশের যথার্থ ব্র্যান্ড হিসাবে দেশের পতাকাবহনকারী প্রতিষ্ঠান হিসাবে ভবিষ্যতে পা রাখতে চায় আন্তর্জাতিক অঙ্গনে। সময়ের সঙ্গে থেকে ফ্যাশনের ট্রেন্ডকে অনুসরণ করে বাংলাদেশকে পোশাকের ক্যানভাসে প্রতীয়মান করতে বদ্ধপরিকর রঙ বাংলাদেশ। শুরু থেকেই থিমভিত্তিক কালেকশন তৈরির মাধ্যমে সৃজনের স্বকীয় উপস্থাপনের প্রয়াসী। রঙ বাংলাদেশ-এর সহযোগী ব্র্যান্ড হিসাবে রয়েছে তারুণ্যের ভুবন ওয়েস্ট রঙ, বরিষ্ঠদের জগত শ্রদ্ধাঞ্জলি আর বাংলাদেশকে স্মৃতি উপহারের মধ্যে দিয়ে ব্র্যান্ডিং করার জন্য আমার বাংলাদেশ। সব বয়সের সবসময়ের উপযোগী পোশাক আর উপহারে ভোক্তাদের পছন্দ ছুঁতে নিরন্তর প্রয়াসী রঙ বাংলাদেশ।
রঙ বাংলাদেশ
এটাই আমাদের মাদার ব্র্যান্ড। মূল রঙ দ্বিখন্ডিত হয়ে যাওয়ায় আমার অংশটিকে রিব্র্যান্ডিং করা হয়েছে রঙ বাংলাদেশ নামে। তবে যে লক্ষ্য নিয়ে রঙ-এর যাত্রা শুরু হয়ে অব্যাহত ছিল ২১ বছর সেই লক্ষ্যেই অবিচল থাকবে রঙ বাংলাদেশ। আমরা এখনও সময়কে রাঙাতে চাই। রাঙাতে চাই দেশের ফ্যাশনপ্রিয়দের দেশজ পণ্যে, উজ্জ্বল এবং হৃদয়গ্রাহী বর্ণবিণ্যাসে। আমাদের সংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে।
ওয়েস্ট রঙ
তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে বেশ কয়েক বছর আগে পশ্চিমা ফ্যাশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ পোশাক এবং অন্যান্য ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের সম্ভার নিয়ে যাত্রা শুরু হয়েছিল ওয়েস্ট রঙ-এর। বর্তমানে এই ব্র্যান্ড রঙ বাংলাদেশ-এর একটি সাব ব্র্যান্ড হিসাবে থাকছে। এখনও ওয়েস্ট রঙ হৃদয়ে তরুণ এবং বয়সে তরুণ- উভয় শ্রেণির ক্রেতার সন্তুষ্টি বিধানে চেষ্টা করবে আধুনিক ও ট্রেন্ডি পোশাক ও অন্যান্য পণ্যে।
শ্রদ্ধাঞ্জলি
পরিবারের, সমাজের শ্রদ্ধাস্পদদের জন্য নিবেদিত রঙ বাংলাদেশ-এর এই সাবব্র্যান্ডটি। এখানে মূল লক্ষ্য বাণিজ্য নয় বরং বরিষ্ঠদের সেবা প্রদান। তাদের উপযোগী রঙ, আরাম এবং মর্যাদাকে মাথায় রেখেই ডিজাইন করা হবে প্রতিটি পণ্য। এটা পুরোপুরিই হবে বয়োজ্যেষ্ঠদের আপন ভুবন। তারা এখানে একেবারেই নিজেদের জন্য পণ্য খুঁজে নিতে পারবেন।
আমার বাংলাদেশ
বিশ্বজুড়েই নিজের দেশকে উপস্থাপনের প্রয়াস থাকে। এটা বিশেষত হয়ে স্মারক উপহার বা সুভেনিরের মাধ্যমে। বাংলাদেশে বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়া হয় না। রঙ বাংলাদেশ বিষয়টি যথেস্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলাদা একটি প্রডাক্ট লাইন করছে আমার বাংলাদেশ সাব ব্র্যান্ডের অধীনে। প্রতিটি আউটলেটেই আলাদা কর্ণার থাকবে আমার বাংলাদেশ-এর। আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশকে সচেতনভাবে ব্র্যান্ডিং করা। বাংলাদেশের পণ্যকে দেশি এবং বিদেশী ক্রেতাদের কাছে তুলে ধরা। এজন্য থাকছে আলাদা প্রডাক্ট ভাবনা, নকশা ও তার বাস্তবায়ন। আশা করি আমাদের এই ভাবনা ক্রেতাদের ভালো লাগাকে স্পর্শ করতে পারবে। নতুন বছরে রঙ বাংলাদেশ সঙ্গে আরো তিন টি সাব ব্র্যান্ড নিয়ে শুরু করছে পৃথক এবং পূর্ণাঙ্গ একটি ফ্যাশন হাউজ হিসাবে একলা চলো’র অভিযাত্রা। পুরনো অভিজ্ঞতাকে নতুন আলোয় উপস্থাপন করাটাই মূল লক্ষ্য। বরাবরের মতো আমার ছুঁতে চাই ভোক্তাদের পছন্দ, পেতে চাই তাঁদের সমর্থন। নতুন ব্রান্ডিং, নতুন অভিযাত্রা, সঙ্গে আপনারা সবসময়ের জন্য রয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে।
রঙ জুনিয়র
রঙ বাংলাদেশ-এর শিশুতোষ ফ্যাশন লাইন রঙ জুনিয়র। ছোটদের পোশাকের বিশেষত্ব মেনেই তৈরি রঙ জুনিয়র-এর সংগ্রহ। প্রাত্যহিক আর উৎসব পোশাকের ঋদ্ধ আয়োজনে রঙ জুনিয়র রাঙাবে শিশুদের আনন্দময় ভুবন। এই ব্র্যান্ডের সানন্দ সংগ্রহে উজ্জ্বল হয়ে উঠবে সববয়সী শিশুরা.
 

 

Product type:

 

 • Clothing
 • Sharee
 • Dress
 • Kamiz
 • Panjabi
 • Shirt
 • Tshirt
 • Gift item
 • Household

 

 

This valuable merchant has been working with us since 30th June, 2020.

top