বাংলাদেশে পোষা প্রানীর খাবার । আজকেরডিল
টিয়া, ময়না সহ বিভিন্য ধরনের পাখি সহ কুকুর বিড়াল পালন করাটা মানুষের একটা শখ। একটা পোষা প্রানি থাকলে মনে কেমন যেন একটা আনন্দ হয়। আমরা যদি বাহিরের কান্ট্রিগুলোর দিকে লক্ষ করি তাহলে দেখি যে তারা শখ বিভিন্য ধরনের প্রানী পালন করে থাকে। এছাড়া আমরা হলিউড বা বলিউড মুভিগুলোতে দেখেতে পাই পোষা প্রানী পালনের চিত্র। বাংলাদেশের মানুষও আসলে এগুলো থেকে দূরে নয়। এখানেও অনেকে বিভিন্য ধরনের প্রানী পালন করতে পছন্দ করে। কেউ পাখি পালন করে, কেউ বিড়াল, কুবা আবার ল্যাবডগ বা কুকুর পালন করে। এগুলো নিছকই শখের ব্যাপার।
আজকাল মানুষের খাবার পাওয়া গেলেও পোষা প্রানীর খাবার খুঁজে পাওয়াটা কঠিন। কারন পোষা প্রানীর খাবার সবখানে খুঁজে পাওয়া যায় না। তাছাড়া যে সকল জায়গায় পাওয়া যায় তা হয়তো খানিকটা দূরে। সব কিছু বিবেচনা করে আজকেরডিল আপনাদের সুবিধার্থে পোষা প্রানীর খাবার এর জন্য আলাদা ক্যাটাগরি করেছে। যেখানে আপনি আপনার পোষা প্রাণীর খাবার ঘরে বসেই অর্ডার করতে পারবেন।