বাংলাদেশে ফার্নিচার । আজকেরডিল
ফার্নিচার হচ্ছে ঘরের সোভা বৃদ্ধি কারক। ঘরে যদি ফার্নিচার না থাকে ঘরকে শুন্য মনে হয়। তাই ফার্নিচার ছাড়া গৃহসজ্জার কথা চিন্তাই করা যায় না। তবে কেনার সময় অবশ্যই ভালো কাঠের তৈরি দেখে কিনতে হবে।
ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে মূলত রেইনট্রি, মেহগনি, কড়াই, সেগুন, গজারী, জাম, আম ও কাঠাল প্রভৃতি কাঠ। আমি রুবেলের সাথে একমত, সেগুন এবং মেহগনি কাঠের ফার্নিচার দামে বেশি হলেও দারুন টেকসই। বলা হয়ে থাকে সেগুন কাঠ অন্যান্য সব কাঠের চাইতে মজবুত এবং সেইসাথে মূল্যবান কাঠ। সেগুন কাঠের ফার্নিচার দেখলেই বোঝা যায় এটা সেগুন কাঠের তৈরি। তবুও কিছু নিদর্শন দেখলে বোঝা যায় সেগুন কাঠ কি রকমের হয়ে থাকে। তবে ভুলেও জাহাজের কাঠের ফার্নিচার রেডিমেড কিনবেন না বা অর্ডার দিয়ে বানাবেনও না। আমেরিকা থেকে আমদানীকৃত রেড ওক কাঠ বেশ ভালো, তবে খুবই এক্সপেন্সিভ। ওক কাঠের ফার্নিচার আমি ব্যবহার করছি, এবং ব্যবহার করে আমি সন্তুষ্ট। ওক কাঠের ফার্নিচার ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুটোই পাবেন। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে হাতিল, নাভানা, অটবি, নাদিয়া, রিগ্যাল ইত্যাদি। এছাড়া মোটামোটি বাজেটের মধ্যে মালয়েশিয়া থেকে আমদানি করা লেমিনেটেড বোর্ড দিয়ে তৈরী ফার্নিচারগুলোও বেশ ভালো। মোটামোটি কিছু আইডিয়া দেবার চেষ্টা করলাম, এবার বুঝেশুনে পছন্দসই ফার্নিচার কিনে ফেলুন। রুচিশীল ও গুণগত মানের বিচারে ফার্নিচার কিনতে চাইলে দামের সাথে একটু আপোষ করতেই হবে আপনাকে।
আপনি চাইলে অনলাইনেও ক্রয় করতে পারেন। সেই দিক থেকে বিশ্বস্থের জায়গা হচ্ছে আজকেরডিল। এখানে বেস্ট কোয়ালিটি উডের তৈরি খাট, শোকেস, চেয়ার, টেবিল, শেলফ, র্যাক, শুর্যাক। এছাড়া, ইনফ্ল্যাটেবল ডিজাইনের সোফা কাম বেড, সিঙ্গেল রাউন্ড সোফা ইত্যাদি।