বাংলাদেশে নকশি কাঁথা । আজকেরডিল
নকশি কাঁথা আমাদের দেশীয় ঐতিহ্য, আমাদের অহংকার। এদেশের কারুশিল্পীদের নিপুন হাতের অনবদ্য সৃষ্টি। সেই আদিকাল থেকে আজ অবধি নকশি কাঁথার আবদার একটুও কমেনি। বরং সময়ের বিবর্তনে নকশি কাঁথার চাহিদা আরও বেড়েছে। যুক্ত হয়েছে আধুনিক ফ্যাশনেবল সব ডিজাইন আর নতুন নতুন নকশা। বর্তমানে ঘরের বিছানাতে ফ্যাশনেবল লুক আনতে নকশি কাঁথার জুড়ি মেলা ভার। আমাদের ঐতিহ্য, আমাদের হস্তশিল্পের অন্যতম উপাদান নকশি কাঁথা.
কাঁথার সঙ্গে আমরা সবাই কম-বেশী পরিচিত। এদেশে এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কাঁথার ব্যবহার নেই। কাঁথা শব্দের অভিধানিক অর্থ ‘জীর্ণ বস্ত্রে প্রস্তুত শোয়ার সময়ে গায়ে দেয়ার মোটা শীতবস্ত্র বিশেষ, দেশের বিভিন্ন অঞ্চলে এ কাঁথা কেতা, কাতা এবং খেতা নামেও পরিচিত। সুনিপুণ হাতে সুচ আর সুতোয় গ্রাম বাংলার বধূ কন্যাদের মনের মাধুরী মেশানো রং দিয়ে নান্দনিক রূপ-রস ও বর্ণ-বৈচিত্রে ভারা যে কাঁথা তাই নকশি কাঁথা। নকশি কাঁথায় আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প, সংস্কৃতি, সমাজ-সভ্যতা, প্রকৃতির অপর সৌন্দর্য, গৌরবগাঁথা ও সুপ্রাচীন ঐতিহ্য। এটি মূলতঃ গ্রামীণ মহিলাদের শিল্পকর্ম হিসেবে বিশেষভাবে পরিচিত। নকশি কাঁথা শিল্পেরসাথে আমাদের আর্থ-সামাজিক কর্মকাণ্ডও জড়িয়ে আছে।
নকশী কাঁথায় শিল্প সাহিত্য, সংস্কৃতি ও প্রকৃতি
নকশি কাঁথা নিয়ে লেখা হয়েছে কাব্য, গাঁথা ও রচনা। এদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি তাঁর রামায়ণ কাব্যে সীতার অন্যান্য গুণের সাথে কাঁথা সেলাইয়ের কথা বলেছেন এভাবে, ‘সীতার গুণের কথা কি কবি হব আর, কন্থায় আঁকিল কন্যা চান সুরুজ পাহাড়৷ আরও যে, আঁকিল কন্যা হাসা আর হাসি৷ চাইরো পাড়ে আঁকে কইন্যা পুষ্প রাশি রাশি’৷ পলীকবি জসীমউদ্দীনের অনবদ্য কাব্যগ্রন্থ ‘নকশি কাঁথার মাঠ’ ও এরই উজ্জ্বল দৃষ্টান্ত। পলী রমণীদের শিল্পী মনের এক অপূর্ব অভিব্যক্তি যেন নকশি কাঁথা। বিভিন্ন ধরনের কাপড়েরর আস্তরণের উপর সুচ আর সুতোয় একে একে ফুটে উঠে আম, মাছ, খেজুর গাছ, পাখী, পাল্কী, লাঙ্গল, নৌকা, হাতি, ফুল, লতাপাতা, ঘোড়া, চাঁদ-তারা, রাজ-রাজার জীবনকাহিনী, কল্পনার পরী, যুদ্ধ-বিগ্রহ, নর-নারীর প্রেম ভালোবাসা এবং একই সাথে গ্রামীণ জীবনের অনেক কিছু। এ যেন শিল্পীর কাছে অতি পরিচিত পরিবেশ ও প্রকৃতির নি:শর্ত আত্মসমর্পণ।
গ্রাম বাংলার নকশি কাঁথা
এদেশের গ্রামের বধূ ও কন্যারা একসময় শুধুমাত্র পরিবারের প্রয়োজনে নকশি কাঁথা তৈরি করতো।আর এরই মাঝ দিয়ে ঐতিহ্যেরও প্রকাশ পেত। সাধারণত: বর্ষকালে গ্রামের মহিলাদের সংসারের কাজকর্ম কম থাকায় এ সময়টাতে তারা কাঁথা তৈরি করতো। বলতে গেলে গ্রামীণ জীবনে এ ধারা আজও অব্যাহত আছে। আমাদের দেশের প্রায় সর্বত্রই নকশি কাঁথা তৈরি হতো। ব্যবহৃত পুরাতন শাড়ি এবং শাড়ির পাড়ের সুতো তুলে তৈরি হতো নকশি কাঁথা। বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর এবং ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ কুমিলা ও সিলেট অঞ্চলে তৈরি হতো এসব কাঁথা। বিভিন্ন অঞ্চলে ফোড়, পাইড় ও নকশা অনুযায়ী নকশি কাঁথা ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। এগুলো হলো: বরকা ফোঁড়, তেজবি ফোঁড়, বাশপাতা ফোঁড়, কইতা ও বিছা ফোঁড় ইত্যাদি পাড়ের নামে তোলো পাইড়, তাস পাইড়, নয়নলতা, নারিকেল পাতা ও নৌকা বিলাস আরও বহুন নামের নকশী কাঁথা রয়েছে।
বাহারি নকশি কাঁথা
আবহমানকাল ধরে এ দেশের মানুষ নকশি কাঁথা ব্যবহার করে আসছে। শহরে কিংবা গ্রামে সর্বত্র আজও কাঁথার যথেষ্ট কদর রয়েছে। তবে আগেকার দিনে প্রতিটি পরিবারে নকশি কাঁথার ব্যবহার ছিল ব্যাপক ও বহুবিধ। ব্যবহার অনুযায়ী এগুলোর নামেও ছিল ভিন্নতা। যেমন, শীতের জন্য লেপকাঁথা, বালিশে ব্যবহারের জন্য বয়তন, নামাজের জন্য জায়নামাজ কাঁথা, বসার জন্য আসন কাঁথা এবং খাবারের জন্য দস্তরখানসহ কাঁথার ব্যবহার অনুযায়ী আরো অনেক নাম ছিল। মেয়েদের বিয়েতে এবং আত্মীয়-স্বজনকে কাঁথা উপহার হিসেবে দেয়ারও প্রচলন ছিল। স্নেহময়ী মা তার সন্তান, প্রেমময়ী স্ত্রী তার স্বামীর জন্য এবং নানি-দাদি, খালা-ফুফুরা পৃথিবীতে নতুন অতিথির আগমনকে সামনে রেখেও কাঁথা তৈরি করতো। এ প্রচলন আজও একেবারে ফুরিয়ে যায়নি।
সেকালের নকশি কাঁথা আজো আছে এবং তৈরিও হচ্ছে। তবে বিবর্তনের ধারায় সময় ও চাহিদার প্রেক্ষিতে আমাদের ঐতিহ্যবাহী এ শিল্পকর্মেও লেগেছে পরিবর্তনের হাওয়া। নকশি কাঁথার চাহিদা এবং ব্যবহারের ক্ষেত্রেও এসেছে ব্যাপকতা ও নতুনত্ব। দেশের সীমা পেরিয়ে নকশি কাঁথা আজ পৃথিবীর বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে। শৌখিন পণ্য হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হচ্ছে নকশী কাঁথা। পুরাতন কাপড় ও সুতোর পরিবর্তে ব্যবহার হচ্ছে নতুন মার্কিন, লাল শালু কিংবা কালো কাপড় এবং বিদেশি সিল্কি পেটি সুতো।
রাজধানী ঢাকাসহ দেশের যেকোনো আধুনিক শপিং মল ও দেশি ফ্যাশন হাউসগুলোয় নকশি কাঁথা পাওয়া যাবে। এছাড়াও যেতে পারেন নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া ও পুরান ঢাকার চকবাজারে। একটু চোখ বুলালেই দেখবেন নিউমার্কেট সংলগ্ন ফুটপাতেও বসেছে নকশি পণ্যের পসরা। মোহাম্মদপুর, কলেজ গেটেও নকশি কাঁথা ও চাদরের বেশ কিছু দোকান রয়েছে। এগুলো ছাড়াও দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলে রয়েছে নকশি কাঁথার শত শত কালেকশন। শত ব্যস্ততার মাঝেও ইচ্ছে করলে তাদের শপিং সাইটে গিয়ে পছন্দমত নকশি কাঁথার অর্ডার করলেই আপনার ঘরে পন্য পৌঁছে যাবে। ডিজাইন ও নকশা ভেদে সবগুলো মার্কেটে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার মধ্যেই নকশি কাঁথা পেয়ে যাবেন।
বাংলাদেশে নকশি কাঁথার দাম - নকশী কাঁথা কিনুন
আপনি যদি কোনও মূল্যবান উপহার কিনতে চান তবে আপনার আমাদের নিজস্ব ঐতিহ্যবাহী নকশী কাঁথা সম্পর্কে চিন্তা করা উচিত, যা কেবল আমাদের ঐতিহ্যকেই তুলে ধরে না, আমাদের বাঙালি কারিগরের তৈরি জিনিসের ব্যাখ্যাও দেয়।
নকশী কাঁথা বাংলাদেশী ফোক আর্টের প্রতিনিধিত্ব করে
নকশি কাঁথা বাংলাদেশের এক ধরণের লোকশিল্প। আমরা সাধারণত শীতকালে এই পণ্যটি নিজেরা ঢাকতে এবং শীত থেকে রক্ষা করতে ব্যবহার করি। বৃহত্তর ময়মনসিংহ, রাজশাহী, ফরিদপুর এবং যশোর অঞ্চল এই নৈপুণ্যের জন্য সর্বাধিক বিখ্যাত।
নকশী কাঁথা বাড়ির সজ্জা পণ্যগুলির মধ্যে অন্যতম
নকশী কাঁথাকে শৈল্পিক উপায়ে তৈরি করা হয়েছে যাতে অনেকে এটি সংগ্রহ করে। বিশেষত পরিবারের মহিলা সদস্যরা সবসময় তার সংগ্রহের জন্য নকশী কাঁথা রাখার চেষ্টা করেন। অনেকে নকশী কাঁথাকে ঘরের সৌন্দর্যের জন্য ব্যবহার করার পাশাপাশি এটি বাড়ির সজ্জা পণ্য হিসাবে ব্যবহার করেন।
নকশী কাঁথা বিছানার চাদর হিসাবে ব্যবহার করা যায়
এখন নকশী কাঁথা গুলি অনলাইনে আপনার বিশ্বস্ত অনলাইন শপিংমল, আজকেরডিল ডট কম এ উপলব্ধ। যদিও এটি এক ধরণের এমব্রয়ডারি কুইল্ট, তবে আপনি নিজের ঘরে শৈল্পিক নিদর্শন আনতে আপনার বিছানার চাদর হিসাবে এটি ব্যবহার করতে পারেন।
খাঁটি সুতি ফ্যাব্রিক এর নকশী কাঁথা
আমরা নকশী কাঁথা দ্বারা একই সময়ে আরাম, কমনীয়তা এবং স্টাইলিং সরবরাহ করি। আমাদের নকশী কাঁথা খাঁটি সুতি কাপড়ের তৈরি। আমাদের বিস্তৃত সংগ্রহ থেকে, আমরা আপনাকে সেরা মানের ফ্যাব্রিক নিশ্চিত করি।
নকশী কাঁথার বিভিন্ন মাপের
আমরা একক, ডাবল, আধা-ডাবল এবং আরও অনেকগুলি সহ বিভিন্ন আকারের নকশি কাঁথা অফার করি। আমাদের নকশী কাঁথাগুলি তাদের সেলাইয়ের ধরণের বিভিন্নতাও দেয়। নকশী কাঁথা তাদের রঙিন নিদর্শন এবং তাদের নকশাকৃত নকশাগুলির জন্য বিশেষত বিখ্যাত।
রঙিন সূচিকর্ম নকশী কাঁথা
আপনার কেনাকাটার সুবিধার্থে আমরা ১০০% রঙের গ্যারান্টি সহ লাল, নীল, কালো, হলুদ, সবুজ, গোলাপী এবং আরও অনেক আকর্ষণীয় রঙের মতো সমস্ত উজ্জ্বল রঙগুলিকে নকশি কাঁথায় অন্তর্ভুক্ত করেছি।
নকশী কাঁথায় মোটিফ ও ডেকোরেশন ডিজাইনের ব্যবহার
আমরা জানি যে নকশী কাঁথা ক্রাফ্টার এবং তাঁর শৈল্পিক রচনাটি রঙিন প্যাটার্ন ডিজাইনের মাধ্যমে ঐতিহ্যবাহী "নকশী কাঁথা" তৈরি করে থাকেন। এবং সাথে নকশী কাঁথার সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু আলংকারিক মোটিভও যুক্ত করে থাকেন। তারা জল, পর্বত, মাছ, নৌকা, চক্র বা চাকা, জীবনবৃক্ষ, স্বস্তিকা, কলকা, হাতি, ঘোড়া, ময়ূর, বাঘ ইত্যাদির মতো কিছু সুন্দর মোটিফ ব্যবহার করে থাকেন।
প্রকৃত পণ্যগুলির জন্য আজকেরডিল অনলাইন সাইটটি দেখুন
আজকেরডিল বাজারে নকশী কাঁথার বৃহত্তম সংগ্রহ সরবরাহ করে এবং আমরা আপনাকে বাজারে সেরা মূল্যেই দিচ্ছি। আমরা আমাদের গ্রাহককে একটি ভাল এবং খাঁটি পণ্যের গ্যারান্টি সহ ১০০% গ্যারান্টি দিয়ে থাকি।
সেরা সংগ্রহের নকশী কাঁথা
আপনি যদি নকশি কাঁথায় একটি উইন্ডো শপ খোঁজ করছেন তবে আসুন আজকেরডিল সাইটটি ব্রাউজ করুন এবং আপনার সেরা হোমসজ্জা সংক্রান্ত পণ্য গুলি পান। এখানে আপনি নকশী কাঁথার সংগ্রহটি পাবেন। যেমন- কিং সাইজের সুতি নকশী কাঁথা, ভারী কাজের সাথে চিরাচরিত নকশী কাঁথা, সেমি ডাবল নকশী কাঁথা, রানিং স্টিচড নকশি কাঁথা।
বাচ্চাদের নকশী কাঁথার সূচিকর্ম
এছাড়াও ক্রস স্টিচড নকশী কাঁথার বিভিন্ন ডিজাইন সহ বাচ্চাদের কাঁথা রয়েছে, আধা ডাবল সাইজের সুজনী নকশী কাঁথা, রুমাল নকশী কাঁথা, লেপ নকশী কাঁথা, নকশী কাঁথার রঙিন সেলাইকৃত, অর্শিলতা নকশী কাঁথা, হাতে নির্মিত নকশী কাঁথা ইত্যাদি।
নকশী কাঁথার কম্বো অফার
আমরা জানি যে গ্রাহকরা বাড়ির সজ্জা পণ্যগুলির পাশাপাশি বাড়ির আনুষাঙ্গিকগুলি সন্ধান করছেন। এজন্য আজকেরডিল নকশি কাঁথার সেরা কম্বো অফার সরবরাহ করে; এটি আপনাকে আপনার বিছানায় একটি চিরাচরিত ঐতিহ্যগত চেহারা যুক্ত করে এবং একটি নিখুঁত ভাল আলংকারিক ঘরও দেয়।
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের নিদর্শন
নকশী কাঁথা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক নিদর্শন। প্রায় প্রতিটি বাঙালিরই এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে চেষ্টা করা উচিত। সেরা নকশী কাঁথা সংগ্রহের জন্য আজকেরডিল ডটকম থেকে কেনাকাটা করুন। আপনি আমাদের সাইটে হোম সজ্জা বিভাগ থেকে নকশী কাঁথা পাবেন।
একটি উপহার আইটেম হিসাবে নকশী কাঁথা
আপনি আমাদের এক্সক্লুসিভ নকশী কাঁথা সংগ্রহ থেকে আপনার সকল বন্ধুবান্ধবদেরকে উপহারও দিতে পারেন। কারণ নকশী কাঁথা শৈল্পিক উপায়ে বিছানা কভার হিসেবে ব্যবহার করা হয় যা রঙিন ডিজাইনের সাথেও সূচিত হয়। এমনকি, নকশী কাঁথা গ্রামীণ বাংলার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ এবং নিখুঁত উপহার হিসাবে তালিকাভুক্ত।
আজকেরডিয়ল থেকে ঐতিহ্যবাহী নকশী কাঁথার জন্য কেনাকাটা করুন
সুতরাং, বাজারে ঘুরে আপনার আর সময় নষ্ট করবেন না। আপনার পছন্দ এবং বাজেট অনুসারে আপনার পণ্যটি বাছাই করতে এবং আপনার নকশী কাঁথাকে আপনার দ্বারগোড়ায় পেতে কেবল আমাদের ওয়েবসাইটটি ব্রাউজ করুন। আমাদের সাথে শুভ হোক কেনাকাটা!