জন্মদিনের কেক কিনুন সবচেয়ে কমদামে বাংলাদেশে
আপনার জীবনের স্মরণীয় উৎসবটি একটি সুন্দর করে সাজানো সুস্বাদু কেক-এর সাথে উপভোগ করুন। এখন আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই অনলাইন থেকে আপনার প্রিয় কেকটি অর্ডার করতে পারেন। আজকেরডিল ডট কম আপনাকে দিচ্ছে ঘরে বসেই অনলাইনে আপনার পছন্দের কেক কেনার সুবর্ণ সুযোগ, তাই দেরি না করে আজই অর্ডার দিন।
জন্মদিন
জন্মদিন এমন একটি দিন যেদিন মানুষের জন্ম হয়, জন্মের মাধ্যমে সে পৃথিবীতে আসে। এরপর প্রতি বছর ঘুরে যখন ঐ দিনটি আসে, সেই দিনটিকে স্মরণ করার জন্য কেক কাটা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্যমণি থাকেন যা জন্মদিন, তিনি নিজেই। সাধারণত কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে লাঞ্চ বা ডিনার এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
জন্মদিনের কেক
জন্মদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হলো কেক। জন্মদিনের জন্য বিশেষ কেক অর্ডার দেওয়া হয়ে থাকে। এই কেক এর উপরে সাধারণত একটি বার্তা লেখা থাকে, যেমন- “শুভ জন্মদিন (ব্যক্তির নাম)” , অথবা “দীর্ঘায়ু হও” ইত্যাদি। জন্মদিনে কেক এর সাথে মোমবাতি থাকে, মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে এরপর কেকটি কাটা হয়।
থিম-বেইসড কেক
আজকাল জন্মদিন একটি বিশেষ ‘থিম’ মেনে পালন করা হয়। জন্মদিনের সকল ডেকোরেশন ঐ থিম-এর উপর ভিত্তি করে সাজানো হয়, এমনকি জন্মদিনের কেকটিও ঐ থিম-বেইজড হয়। জন্মদিনের আমন্ত্রিত অতিথিরাও ঐ থিম ধরেই সেজে আসেন বা ঐ থিম অনুযায়ী পোশাক পরে আসেন। কয়েকটি কমন বার্থডে পার্টি থিম হলো- ডায়নোসর পার্ক থিম, ফ্রোজেন থিম, দ্যা বস বেবি থিম, প্রিন্সেস থিম, স্পাইডারম্যান থিম, ইত্যাদি।
কেক এর প্রকারভেদ
জন্মদিনের কেক কয়েক প্রকারের হয়ে থাকে। কিছু মানুষ ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন, কেউ চকোলেট ফ্লেভার, কেউ কেউ দুই ফ্লেভারের মিশ্রণ পছন্দ করেন। লেমন ফ্লেভারড কেক ,স্ট্রবেরি ফ্লেভারড কেক, ম্যাংগো ফ্লেভারড কেক, কফি ফ্লেভারড কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, ওরিও কেক, চিজকেক, ফনডেন্ট কেক, এছাড়াও আরও অনেক ফ্লেভারের কেক আজকাল কেক শপগুলোতে পাওয়া যায়।
জন্মদিনের বিশেষ কেক ও অন্যান্য অনুষ্ঠানের জন্য অনলাইনে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কেক শপ হিসেবে আপনার প্রথম পছন্দ হতে পারে আজকেরডিল। আমাদের কাছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য থীমবেইজড কেক সহ সাধারণ কেকও রয়েছে। আমাদের কাছ থেকে কেক নিতে পারেন নিশ্চিন্তে। তাই দেরি না করে আজই আপনার পছন্দের কেক এর জন্য ভিসিট করুন আজকেরডিল ডট কম।
আজকেরডিল-এ পাওয়া যাচ্ছে এমন কয়েকটি কেক এর বর্ণনা দেওয়া হলো
ভ্যানিলা কেক
এই কেক-এর সাইজ ১ পাউন্ড। এই কেকটি ভ্যানিলা ও চকোলেট মিক্সড ফ্লেভারের। এই কেকটির ডিজাইন এবং সাইজ কাস্টমাইজ করা যায়।
নোটঃ এই কেকটি কেবল ঢাকা শহরের ভেতরে ডেলিভারি দেওয়া হয়।
চকলেট কেক
ওভেনলি এর চকোলেট কেকটি আপনাকে স্বর্গীয় স্বাদ দেবে। এর রিচ চকোলেট ও হেভি ক্রিম অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। এই কেকটির আকার ৫০০ গ্রাম এবং এটি চকোলেট ফ্লেভারের। তবে ক্রেতার পছন্দ অনুযায়ী কেকটির সাইজ ও ডিজাইন উভয়ই কাস্টমাইজ করা যায়।
নোটঃ এই কেকটি কেবল ঢাকা শহরের ভেতরে ডেলিভারি দেওয়া যাবে এবং ফুল পেমেন্ট অগ্রীম বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
রেইনবো কেক
কেকটিতে 6 স্তর রয়েছে এবং এর নাম একটি রেইনবো কেক। বেকারদের নিজস্ব রেসিপির সাহায্যে অত্যন্ত যত্নের সাথে কেক তৈরি করা হয়ে থাকে। তারা যে উপাদানগুলি ব্যবহার করেন, তা হলো- ময়দা, বেকিং পাউডার, ফুড কালার, ডিম, ফ্রেশ ক্রিম দুধ, ইস্ট, এসেন্স এবং আর উপাদান। কেকের সাইজ ১ কেজি। আপনাকে রাত ৯ টার মধ্যে আপনার অর্ডার দিয়ে কনফার্ম করতে হবে এবং ১ দিন আগে অর্ডার দিতে হবে। আমাদের ডেলিভারি চার্জ ১৫০ টাকা।
নোটঃ এই কেকটি কেবল ঢাকা শহরের ভেতরে ডেলিভারি দেওয়া যাবে এবং ফুল পেমেন্ট অগ্রীম বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আমাদের কাছে বিভিন্ন সাইজের পাশাপাশি বিভিন্ন ডিজাইনের কেক রয়েছে। এগুলোর ডিজাইন ও সাইজ আপনাকে মুগ্ধ করবে। আমাদের কাছে প্রাপ্ত বিভিন্ন সাইজের মধ্যে রয়েছে রাউন্ড শেপড কেক, হার্ট শেপড কেক, স্কয়ার শেপড কেক, মিকি মাউস শেপড কেক, ফ্রোজেন কেক, ডল শেপড কেক ইত্যাদি। রেড ভেলভেট কেক উপহার দিয়ে আপনার প্রিয়জনের জন্মদিনকে স্মরণীয় করে রাখুন। ক্রিম চিজ ফ্রস্টি এবং বাটারক্রিম ফ্রস্টিং দিয়ে ডেকোরেট করা এলসা রেড ভেলভেট কেকও আমাদের কাছে পাবেন।
আজকেরডিল আপনার জন্মদিন বা প্রিয় মানুষের জন্মদিনকে সুন্দর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাকে আপনার পছন্দনীয় প্রোডাক্টটি দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। তাই দ্বিধাহীনভাবে আপনার প্রয়োজনীয় পণ্যটি অর্ডার করতে চাইলে আমাদের ক্যাটাগরিসমুহ ব্রাউজ করুন আজই। আমাদের রয়েছে ক্যাশ-ইন ডেলিভারি ও হোম ডেলিভারি সিস্টেম। তাই আজই আজকেরডিল ডট কম থেকে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন আর ঘরে বসেই হোম ডেলিভারি পান, নিশ্চিন্তে।