পাসপোর্ট ও কার্ড হোল্ডার অনলাইনে কিনুন আজকেরডিল ডট কম থেকে
বাংলাদেশে অনলাইনে পাসপোর্ট হোল্ডার ও ক্রেডিট কার্ড হোল্ডার কিনতে চাইলে আজকেরডিল ডট কম-ই আপনার জন্য সঠিক জায়গা। কারণ, শুধুমাত্র আজকেরডিল ডট কম আপনাকে বাংলাদেশের সেরা অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা দেয় এবংসবচেয়ে কম মূল্যে পণ্যের মৌলিকত্ব এবং সেরা মানের গ্যারান্টি দেয়। তাই আপনার প্রিয় পণ্যগুলি আজই অর্ডার করুন বাংলাদেশের যেকোন স্থানে হোম ডেলিভারি সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পান।
কার্ড হোল্ডার ব্যবহারের কারণ
কার্ড হোল্ডারে একসাথে অনেক কার্ড রাখা যায়। আবার একই ব্যাগে অনেকগুলো হোল্ডার থাকে, ফলে কার্ডগুলো একটি ব্যাগেই সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর গুছিয়ে রাখার কারণে কার্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আধুনিক জীবনে কার্ড রাখার জন্য কার্ড হোল্ডার বেশ স্মার্ট একটি উপকরণ হয়ে উঠেছে।
কার্ড হোল্ডারের আকার
সাধারণত আমাদের দেশে চামড়ার কার্ড হোল্ডারই বেশি প্রচলিত। প্রতিদিনের ব্যবহারের জন্য চামড়ার বা রেক্সিনের তৈরি কার্ড হোল্ডারই ভালো। এগুলো বেশ মজবুত হয় ও সহজে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না। এছাড়াও প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের কার্ড হোল্ডারও বাজারে রয়েছে। জিপার সহ ও জিপার ছাড়া দুই ধরনের কার্ড হোল্ডারই বাজারে পাওয়া যায়। একটি কার্ড হোল্ডারে সাধারণত ছয় থেকে আটটি বা আরও বেশি পকেট থাকে। কিছু কার্ড হোল্ডারে ফ্রন্ট পকেট বা সাইড পকেট থাকে, যাতে কার্ড ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা যায়। সাধারণত একটি কার্ড হোল্ডার ওয়ালেটের আকারেরই হয়ে থাকে, তবে এদের মধ্যে কোনটি আবার বেশ বড়ও হয়।
কার্ড হোল্ডারের ডিজাইন
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আনকমন ও ইউনিক ডিজাইনের কার্ড হোল্ডার পাওয়া যাচ্ছে। যেমন-
- দুটি জিপারযুক্ত কার্ড হোল্ডার,
- পানি নিরোধক কার্ড হোল্ডার,
- মাঝারি আকারের কার্ড হোল্ডার,
- এলুমিনিয়াম দিয়ে তৈরি কার্ড হোল্ডার,
- নরম চামড়ার তৈরি বিজনেস কার্ড হোল্ডার,
- পুরো কালো চামড়ার কার্ড হোল্ডার, ছেলেদের ব্যবহারের জন্য,
- কয়েক লেয়ারের তৈরি ভাঁজ করা কার্ড হোল্ডার, প্রভৃতি।
দরদাম ও প্রাপ্তিস্থান
ঢাকার চকবাজারে কার্ড হোল্ডারের পাইকারি বাজার রয়েছে। সেখানে শুধুমাত্র আসল চামড়া দিয়ে কার্ড হোল্ডার পাওয়া যায়। সেখানে ৮০ থেকে ১৫০ টাকায় প্রতিটি কার্ড হোল্ডার কিনতে পাওয়া যাবে। এছাড়াও রাজধানীর বিভিন্ন ফুটপাতে অবস্থিত অস্থায়ী মানিব্যাগের দোকানগুলোতে ১০০ থেকে ১৫০ টাকার মধ্যেই কার্ড হোল্ডার পাওয়া যাবে। ইয়েলো, বাটা, ইনফিনিটি, এক্সট্যাসি, এপেক্স ইত্যাদি ব্র্যান্ডের শোরুমগুলোতেও ছোট-বড় বিভিন্ন ডিজাইনের কার্ড হোল্ডার কিনতে পাওয়া যায়। এইসব দোকানে ৩০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত দামের কার্ড হোল্ডার পাওয়া যাচ্ছে প্রিয়জনকে উপহার দিতে চাইলে একটি দামি কার্ড হোল্ডার বেশ ভালো একটি অপশন হতে পারে। এছাড়া আপনি চাইলে বাসায় বসেই অনলাইন থেকেও বেশ ভালো মানের কার্ড হোল্ডার কিনতে পারেন। আজকেরডিল ডট কম-এ রয়েছে বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের ও বিভিন্ন সাইজের সুন্দর ডিজাইনের কার্ড হোল্ডার।
পাসপোর্ট কি?
পাসপোর্ট যে কোনও ব্যক্তির জন্য সবচেয়ে মূল্যবান দলিল। মূলত, একটি পাসপোর্ট হলো একটি ভ্রমণের দলিল। এটি সাধারণত একটি দেশের সরকার থেকে ইস্যু করা হয়ে থাকে। একটি পাসপোর্ট একজন ধারণকারীর পরিচয় দেয় এবং জাতীয়তার প্রমাণ দেয়। এটি মূলত আন্তর্জাতিক ভ্রমণের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়।
পাসপোর্টের যত্নআত্তি
পাসপোর্ট এমন একটি জিনিস যা আপনাকে অবশ্যই সারাজীবন সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের কোনও ক্ষতি হলে ভ্রমণের জটিলতা দেখা দিতে পারে। এমনকি সামান্য ক্ষতির জন্যও নতুন পাসপোর্টের জন্য পুনরায় আবেদন করতে হতে পারে। তাই পাসপোর্টটি সর্বদা ভাল করে এবং যত্ন সহকারে সাবধানে রাখা উচিত। আর এটিকে ভাল রাখতে এবং এর যত্ন নিতে একটি পাসপোর্ট হোল্ডার থাকা দরকার।
বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপিংমল আজকেরডিল ডট কম-এ অনলাইনে সেরা মানের পাসপোর্ট হোল্ডারের বিশাল কালেকশন রয়েছে। যারা পাসপোর্ট ব্যবহার করেন, তাদের কাছে লেদারের পাসপোর্ট হোল্ডার খুব জনপ্রিয়। আজকেরডিল ডট কম-এ আপনি বিভিন্ন ডিজাইনের ও বিভিন্ন রকমের পাসপোর্ট হোল্ডার থেকে আপনার পছন্দেরটি খুঁজে নিতে পারেন। আমাদের একটি নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, যার নাম দেওয়া হয়েছে "ব্যাগজ অ্যান্ড পার্স", যেখানে আপনি পাসপোর্ট হোল্ডারের সমস্ত সংগ্রহ খুঁজে পেতে পারেন।
অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাসপোর্ট হোল্ডার হলো- আসল চামড়ার তৈরি পাসপোর্ট হোল্ডার, কার্ড হোল্ডারের সাথে চামড়ার পাসপোর্ট কভার, ওয়াটারপ্রুফ পাসপোর্ট হোল্ডার, ইত্যাদি আরও বিভিন্ন রকমের পাসপোর্ট হোল্ডার।
আজকেরডিলে প্রাপ্ত কিছু কার্ড হোল্ডার ও পাসপোর্ট হোল্ডারের বিবরণ দেওয়া হলো
ক্রেডিট কার্ড মানিব্যাগ
এই ওয়ালেটটি অত্যন্ত চমৎকার ও অসাধারন, যা আপনার প্রয়োজনীয় কার্ড ও টাকাকে নিরাপদে রাথার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটিতে লক পদ্ধতি থাকায় আপনার ওয়ালেট থেকে কোন কিছু হারিয়ে যাবে না ও সুরক্ষিত থাকবে। এটি শক্ত ফাইবার ও প্লাস্টিকের সমন্বয়ে তৈরি, তাই ভিতরের জিনিষের উপর বাইরে থেকে চাপ লাগার কোন সম্ভাবনা নেই বা কোন কিছু নষ্ট হওয়ার উপায় নেই। ওয়ালেটটি সহজেই বহনযোগ্য। এতে আছে আধুনিক ও রুচিময় ডিজাইন। এই ওয়ালেটটি চাইলে আপনার প্রিয়জনকেও উপহার দিতে পারেন নির্দ্বিধায়।
চামড়ার পাসপোর্ট কভার
এই পাসপোর্ট কভারটির দৈর্ঘ্য ০.৫ ইঞ্চি ও প্রস্থ ৩.৯ ইঞ্চি। এই কভারটি প্যান্টের সামনের বা পিছনের পকেটে অনায়াসে এঁটে যায়। এই কভারটিতে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, লাইসেন্স, পরিচয়পত্র সহ যেকোন জরুরী কাগজসমুহ রাখা যেতে পারে।
ক্রেডিট কার্ড হোল্ডার
মূল্যবান ক্রেডিট কার্ড, আইডি কার্ড, টাকা কিংবা ছবি গুছিয়ে রাখার জন্য এই হোল্ডারটিতে রয়েছে মোট ছয়টি ফোল্ড-আউট অ্যাকর্ডিয়ন স্লট। এই হোল্ডারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি আরএফআইডি (RFID) স্ক্যানিংকে ব্লক করে দিতে পারে, এর ফলে কেউ কোনোভাবেই আপনার ক্রেডিট
কার্ডের গুরুত্বপূর্ণ নাম্বার স্ক্যান করতে পারবে না। এই হোল্ডারটি ক্রেডিট কার্ড, ভিজিটিং কার্ড ও নগদ অর্থকে নিরাপদে রাখে। এটি একটি অ্যালুমিনিয়াম কেস, সাথে প্লাস্টিক শেল রয়েছে। এর সাইজ- ১১০ x ৭৫ x ২০ মিমি। এটি বেশ পাতলা ও স্টাইলিশ। এর রঙ হলো সিলভার।
একটু ভিন্ন ডিজাইনের আধুনিক ও স্টাইলিশ পাসপোর্ট হোল্ডার ও ক্রেডিট কার্ড হোল্ডার কিনতে চাইলে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হলো আজকেরডিল ডট কম।আমাদের সাইটে অনলাইনে ব্যাগের মান এবং বিভিন্ন ধরণের সংগ্রহ দেখে আপনি অবাক হয়ে যাবেন। কাজেই, এখনই আজকেরডিল ডট কম থেকে আপনার পাসপোর্ট হোল্ডার ও ক্রেডিট কার্ড হোল্ডারটি কিনুন অনলাইনে! আমাদের সাথে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ।