শিশুর ডায়াপার কিনুন অনলাইনে
পৃথিবীর সকল বাবা-মা তাদের ছোট্ট শিশুর সর্বোচ্চ আরাম ও পরিচ্ছন্নতার ব্যাপারে বেশ সচেতন থাকেন। বাচ্চার আরামের বিষয়টি নিয়ে কোন বাবা-মা আপস করতে চান না। বাচ্চার বাবা-মায়েদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটি সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে সবসময় শুষ্ক ও পরিষ্কার রাখা। কারণ একটি নির্দিষ্ট বয়সের আগ পর্যন্ত বাচ্চাদের পটি ট্রেনিং দেওয়া সম্ভব হয় না। বাচ্চা যখন বড় হয়, তার চারপাশের অবস্থা বুঝতে শেখে, কেবলমাত্র তখনই তাকে পটি ট্রেনিং দেওয়া যায়। এর আগ পর্যন্ত বাচ্চার বাবা-মায়েদের জন্য ডায়াপারই ভরসা। সাধারণত নবজাতক শিশু থেকে ২ বছর বয়সী বাচ্চাদের ডায়াপার পড়ানো প্রয়োজন। এরপর থেকে তাকে ধীরে ধীরে পটি ট্রেনিং দেওয়া উচিত। ডায়াপার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, পুনরায় ব্যবহারযোগ্য ডায়াপার ও ডিসপোজেবল ডায়াপার। এই ডায়াপারগুলি সাধারণত সুতি কাপড় বা পলিয়েস্টার দিয়ে তৈরি হয়।
ডায়াপার বদলানোর সাধারণ নিয়ম
ডায়াপার বদলানোর সময় শিশুকে খুব যত্ন করে পরিষ্কার করতে হবে। বেবি ওয়াইপস, ভেজা কাপড় বা তুলার তৈরীর নরম বল ব্যবহার করা যেতে পারে। শিশুর শরীরের নিম্নদেশ খুব ভালো করে পরিষ্কার করতে হবে। শিশুকে নিম্নাংশ সবসময় সামনে থেকে পেছনদিকে মুছে দিতে হবে। পেছন থেকে সামনের দিকে কখনোই মোছা উচিত নয়, বিশেষ করে মেয়ে শিশুর ক্ষেত্রে এই কাজটি অবশ্যই করা যাবে না। অন্যথায় ব্যকটেরিয়া সংক্রমণ থেকে ইউরিনারি ইনফেকশন হতে পারে। শিশুর পায়ের গোড়ালি ধরে তার শরীরের নিচের দিকটি ভালো করে পরিষ্কার করে দিতে হবে। হাঁটু ও নিতম্বের ভাঁজগুলো পরিষ্কার করে দিতে হবে। শিশুকে পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। এরপর ডায়াপার পরে থাকার স্থানেময়েশ্চারাইজিং বেবি লোশন বা অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। এতে শিশুর শরীরের আর্দ্রতা বজায় থাকবে।
জরুরী কিছু টিপস
- সদ্য নবজতক শিশুর নাভির নাড়ি যদি এখনও পরে না গিয়ে থাকে তাহলে সেই স্থানটি শুকনো রাখার জন্য ডায়াপারের কোমরের কাছের অংশটি ভাজঁ করে রাখতে হবে। নাড়ি পরে যাবার কিছুদিন পর্যন্ত তা করতে হবে।
- শক্ত ডায়াপার পড়ালে অনেক সময় শিশুর পায়ের ও কোমরের আশেপাশে দাগ পড়তে পারে। তাই ঢিলেঢালা ডায়পার পড়াতে হবে, এতে শিশু আরাম পাবে। আবার খুব বেশি ঢিলা ডায়াপারও পড়ানো যাবে না, এতে মল-মূত্র গড়িয়ে ডায়াপারের বাইরে চলে আসবে।
- ছেলে শিশুকে ডায়াপার পরানোর সময় ডায়াপারটি আটকানোর আগে শিশুর লিঙ্গটি নিচের দিক করে বসাতে হবে। এতে মল-মুত্র গড়িয়ে কোমরের উপরের দিকে আসতে পারবে না।
- ময়লা ডায়পার অনেক ধরণের জীবাণুর সংক্রমণ ঘটাতে পারে, সাথে দুর্গন্ধও ছড়ায়। তাই ময়লা ডায়পার নিয়মিত ফেলে দিতে হবে।
- শিশুর ডায়াপার পরানোর জায়গা, যেমন- পায়ে ও কোমরে যদি ফুসকুড়ি দেখা দেয়, তাহলে কিছুদিন ডায়াপার ব্যবহার করা বন্ধ রাখতে হবে। নাহলে র্যাশ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
- জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য শিশুর ডায়পার বদলাবার পর ভাল করে হাত ধুয়ে নিতে হবে।
আজকেরডিলে পাওয়া যাচ্ছে এমন কয়েকটি ডায়াপারের বিবরণ দেওয়া হলো-
হাগিস বেল্ট স্টাইল ড্রাই বেবি ডায়াপার
একটি প্যাকেটে মোট ৬০ পিস ডায়াপার থাকে। এটি স্মল সাইজের ডায়াপার যা ৪ থেকে ৮ কেজি ওজনের শিশুর জন্য প্রযোজ্য। এই ডায়াপারটি মালয়েশিয়ায় তৈরিকৃত। এটি প্রায় ১২ ঘন্টা ধরে সুরক্ষা দেয়। হাগিস ডায়াপার বাজারের সেরা ডায়াপারগুলোর মধ্যে একটি এবং এটি বেস্ট কোয়ালিটির ডায়াপার, যা ব্যবহার করে শিশুর বাবা-মায়েরা নিশ্চিন্ত থাকতে পারেন।
রি-ইউজেবল বেবি অর্গানিক ডায়াপার
এই ডায়াপারের প্রতি সেটে থাকছে ১টি প্যান্ট সিস্টেম ডায়াপার কভার ও ১টি ৩-লেয়ার শোষণ প্যাড। এটি অন্যান্য কাপড়ের মতই সহজেই ধুয়ে আবার ব্যবহার করা যাবে সহজেই। এর আউটার ফেব্রিক হলো ওয়াটারপ্রুফ পিইউএল এবং ইনার লেয়ার ব্যাম্বু কটনে তৈরি। নরম সোয়েড ক্লথ দিয়ে তৈরি বলে তা বাচ্চার জন্য অত্যন্ত আরামদায়ক। যত্নের সাথে ব্যবহার করতে পারলে এক সেট ডায়াপার প্রায় এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। এই ডায়াপারগুলো নবজাতক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য উপযোগী।
বসুন্ধরা ডায়াপ্যান্ট
বসুন্ধরা ডায়াপ্যান্ট বাংলাদেশে তৈরি হয়। এটি প্যান্ট সিস্টেমের ডায়াপার এবং এতে এক প্যাকেটে ২৪ পিস ডায়াপার থাকে। এর সাইজ XXL। এটি ১৪ থেকে ২৫ কেজি ওজনের বাচ্চাদের জন্য উপযোগী। এই ডায়াপাররের রয়েছে সর্বোচ্চ শোষণক্ষমতা। এছাড়াও এই ডায়াপারের অন্যান্য বৈশিষ্ট্য হলো সুপার সফট, আরামদায়ক ও শিশুকে পরানো খুব সহজ।
আজকেরডিল আপনার শিশুর জন্য নিয়ে এসেছে বিভিন্ন ব্র্যান্ডের ডায়াপার। এই ডায়াপারগুলো ব্যবহার করে আপনার শিশুর আরাম নিশ্চিত করতে পারেন। আমাদের সকল প্রোডাক্ট আসল, তাই আপনি কোন প্রকার দুশ্চিন্তা ছাড়াই আমাদের পণ্য কিনতে পারবেন। আমাদের কাছে ডায়াপার ছাড়াও আপনার ছোট্ট সোনামণির জন্য লোশন, তেল, বেবি অয়েল, বেবি সোপ, বেবি শ্যাম্পুসহ আরও অনেক পণ্য রয়েছে। তাই আপনার শিশুর জন্য প্রয়োজনীয় সামগ্রী অনলাইনে কিনতে ভিসিট করুন আজকেরডিল ডট কম। আমরা সারাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। তাই আজই আমাদের হোম ডেলিভারি সুবিধার সাহায্যে আপনার অর্ডারকৃত প্রোডাক্টটি বাড়িতে বসে বুঝে নিন আর আজকেরডিলের সাথেই থাকুন।