ছেলেদের ফরমাল শার্ট কম দামে কিনুন অনলাইনে - উন্নত কোয়ালিটি
ট্রেন্ড এখন শার্টের। ফ্যাশনে ছেলেদেরকে সবচেয়ে ভাল মানায় শার্টে। হাল ফ্যাশনে পোশাকের ভিন্নতা আসলেও শার্টের আবেদন মোটেও কম নয়। ফ্যাশন, স্মার্টনেস আর ব্যক্তিত্ব সবকিছুই ফুটে ওঠে শার্টের মাধ্যমে।ছেলেদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ হলো শার্ট। শার্টের ট্রেন্ডটা একটু দ্রুতই পরিবর্তিত হচ্ছে। লং শার্ট, শর্ট আর সেমি লং শার্টের প্রাধান্য আছেই সাথে ফর্মাল শার্টও ফ্যাশনের অনুসঙ্গ হয়েছে। উন্নত কোয়ালিটি সম্পন্ন ছেলেদের ফরমাল শার্ট কম দামে অনলাইনে কিনতে এখনি ভিজিট করুন আজকেরডিল অনলাইন শপ। সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি!
অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বা যেকোনো ফর্মাল অনুষ্ঠানে ছেলেদেরকে ফর্মাল শার্টেই মানায়। ফর্মাল শার্ট সাধারনতঃ সলিড কালার, স্ট্রাইপ বা চেক হয়ে থাকে; কালারের ক্ষেত্রে খুব চড়া কোনো কালার এক্ষেত্রে গ্রহনযোগ্য নয়। হোয়াইট, স্কাই ব্লু, নেভী ব্লু, লাইট পিংক, গ্রে-এসব কালারই ফুর্মাল শারড়টের ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে।
ফর্মাল শার্টে সাধারনতঃ চেস্টে একটি পকেট থাকে; তবে ইদানিং পকেট ছাড়া ফর্মাল শার্ট পরবার একটি ট্রেণ্ড সারা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে। আবার কেউ কেউ ফর্মাল শার্টেও ডাবল পকেট পরছেন। ফর্মাল শার্টে শর্ট কলার বা লং কলার হতে পারে। ফর্মাল শার্ট দীর্ঘসময় পরে রাখতে হয়; কাজেই এই শার্টগুলো অবশ্যই কটন হতে হবে।
কোথায় পাবেন শার্টঃ
শার্ট পাওয়া যাবে শাহবাগের আজিজ সুপার মার্কেট, মালিবাগ, মগবাজার রোডের বিভিন্ন শো-রুম, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, গ্লোব শপিং সেন্টার, মিরপুর-১০, এলিফ্যান্ট রোড এবং বিভিন্ন অভিজাত শপিং মলগুলোতে। একটু গর্জিয়াস শার্ট কিনতে আপনাকে খরচ করতে হবে ৫০০ থেকে ৫০০০ হাজার টাকা। বর্তমানে অফলাইন মার্কেকে টেক্কা দিয়ে কেনাকাটায় জায়গা দখল করেছে অনলাইন শপ। তাই শার্ট কেনার জন্য অনেকেই অনলাইন শপিংমলের উপর আস্থা রাখছে কারণ অনলাইন শপের মত এতবড় শার্ট কালেকশন বাইরের মার্কেটে নাই। আপনিও আপনার পছন্দের শার্ট অনলাইন শপিংমল থেকে কিনে নিতে পারেন। বাংলাদেশে অনলাইনে ফর্মাল শারড়টের সবচেয়ে বড় কালেকশন রয়েছে আজকেরডিলডটকমে; এখানকার অসংখ্য শার্টের কালেকশন থেকে আপনি আপনার পছন্দমতো ফর্মাল শার্টটি বেছে নিতে পারেন; দাম পড়বে যেকোনো শপিং মলের চেয়ে কম।