ছেলেদের জিন্স ও ডেনিম প্যান্টের দাম দেখে কিনুন অনলাইনে
ফ্যাশন স্টাইলে জিন্সের ধারণা শত বছরের পুরাতন। পোশাকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম জিন্সের চলন শুরু উনিশ শতকের দিকে এবং সেই স্টাইল সারা দুনিয়া জুড়ে বিখ্যাত হয়ে উঠে, যা এখনো চলছে। ছেলে মেয়ে উভয়ই এখন জিন্সের ব্যবহার করে থাকে। বাংলাদেশেও জিন্স প্যান্টের ব্যবহার কম নয়। ছেলে মেয়ে নির্বিশেষে সব বয়সের মানুষই এখন জিন্স পরে থাকে।
যুগে যুগে জিন্সের আদি রূপ পরিবর্তিত হয়েছে সাথে সাথে জনপ্রিয়তাও বেড়েছে । বর্তমান সময়ে বেশির ভাগ সেলিব্রিটির প্রথম পছন্দ জিন্স আর টি-শার্ট। এশিয়ার সেরা চারের একজন মডেল আসিফ আজিম এর প্রিয় পোশাক জিন্স, টি-শার্ট। তাই বলা চলে তারুণ্যের জয়গান গাইতেই যেনো আজ জিন্সের এই অগ্রযাত্রা। ছেলেদের জিন্স ও ডেনিম প্যান্টের কম দামে অনলাইনে কিনতে এখনি ভিজিট করুন আজকেরডিল অনলাইন শপ।
ক্যাম্পাস কিংবা আড্ডায় জিন্স প্যান্টের বিকল্প নেই। তরুণ তরুণীদের কাছে প্রথম পছন্দের পোশাক জিন্স প্যান্ট, বাদ যায় না বৃদ্ধ এবং শিশুরাও। অবশ্য আজকাল বিভিন্ন পার্টিতে জিন্সের আধিক্য চোখে পড়ার মতই। রুচি এবং চাহিদার প্রেক্ষিতে বিভিন্য রকম জিন্স প্যান্ট রয়েছে। যেমন ন্যারো শেপ, স্ট্রেট, ব্যাগি জিন্স, স্টিচ ইত্যাদি। ফুটপাথ থেকে শুরু করে বড় বড় শপিং কমপ্লেক্সগুলোতে জিন্সের চমকপ্রদ সমাহার রয়েছে।
আগে জিন্স প্যান্ট বলতে আমরা শুধু নীল রঙের প্যান্টগুলোকেই বুজতাম, কিন্তু বর্তমানে জিন্সের রয়েছে বহু রঙ এবং স্টাইল । বর্তমান সময়ে ব্লু জিন্স ছাড়াও চোখে পড়ে রঙের জিন্স যেমন লাল, হলুদ, কমলা, সবুজ, কালো রঙের জিন্স, তারুণ্যের সঙ্গে মানিয়েও যাচ্ছে বেশ। এখন বাংলাদেশেই প্রস্তুত হচ্ছে উন্নতমানের জিন্স প্যান্ট। ফলে পর্যাপ্ততার কারণে দামও সাধ্যের মধ্যে।
ব্র্যান্ড ভেদে জিন্সের দামের বেশ কিছুটা প্রার্থক্য রয়েছে। ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যের প্যান্টও বাজারে পাওয়া যায়। তবে এক্সক্লুসিভ স্কিনি জিনসগুলো দুই হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে।
রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন হাউসগুলো থেকে আপনার পছন্দের জিন্স প্যান্ট কিনে নিতে পারেন। তবে বর্তমানে জিন্স কেনার জন্য অনেকেই অনলাইন শপিংমলের উপর আস্থা রাখছে। আপনিও আপনার পছন্দের প্যান্ট অনলাইন শপিংমল থেকে কিনে নিতে পারেন। কমদামে জিন্স প্যান্টের লেটেস্ট কালেকশন কিনতে আজকেরডিল ডট কম এ ভিজিট করতে পারেন।