সাশ্রয়ী দামে জার ও পট কিনুন অনলাইনে
একটি সুন্দর রান্নাঘর হলো গৃহিণীর রুচির পরিচায়ক। তাই একটি বাড়ির রান্নাঘর সাজানো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রান্নাঘরের সরঞ্জামগুলো সাজিয়ে রাখলে কাজ করতে সহজ হয় এবং নিরাপদে ও সহজে কাজ করা যায়। তাছাড়া বিভিন্ন খাবার দাবার সংরক্ষণ করার জন্যও রান্নাঘর সুন্দরভাবে সাজানো এবং ছোট-খাট কিছু কৌশল জেনে রাখা উচিত।
রান্নাঘর ছোট হলে প্রথমেই রান্নাঘরে রাখা এমন কিছু জিনিস বাইরে বের করে আনতে হবে, যেগুলো রান্নাঘরে সব সময় না রাখলেও চলে। অনেকেই বাসায় রান্নাঘরে চাল, ডাল ইত্যাদি রাখার জন্য ড্রাম ব্যবহার করে। রান্নাঘর যদি ছোট হয়, তাহলে ড্রাম রান্নাঘরে না রেখে দরজার এক পাশে কিংবা অন্য কোথাও রেখে দিতে হবে। বিভিন্ন বড় বড় ইলেক্ট্রনিক্স যেমন, জুসার, ওভেন, ফ্রিজ, ব্লেন্ডার ইত্যাদি রান্নাঘরে না রেখে ডাইনিংয়ে রাখলে ভালো। এতে রান্নাঘরের জায়গা বাড়বে।
কিচেন কেবিনেট অনেক কাজের জিনিস। এ জন্য রান্নাঘরের ডিজাইন করার সময় ঘরটির প্রতি ইঞ্চি জায়গা বুঝে কেবিনেটের ডিজাইন করতে হবে। এতে জায়গা অপচয় কম হবে। কেবিনেটের ইউনিট করার সময় রান্নাঘরের বিভিন্ন সরঞ্জামের কথা মাথায় রাখতে হবে। ছোট রান্নাঘরের জন্য মডিউলার ইউনিট সবচেয়ে বেশি উপযোগী। এতে অল্প জায়গায় অনেক জিনিস রাখা যায়। ছোট রান্নাঘর সাধারণত এক দেয়ালবিশিষ্ট হয় অথবা ইংরেজি এল আকৃতির হয়। সে ক্ষেত্রে দেয়ালটিতে কেবিনেট বানিয়ে নিতে হবে।
দেয়ালের এক পাশে পানির সিঙ্ক, তার পাশে কাটাকাটির জন্য জায়গা রাখতে হবে। অন্য যে পাশটি ফাঁকা থাকবে সেখানে চুলা বসাতে হবে। চুলার নিচের ফাঁকা জায়গা, সিঙ্ক ও কাটাকাটি কাজের নিচের পুরো অংশেও আলাদা আরেকটি কেবিনেট বানিয়ে নেওয়া যায়। রান্নার জন্য প্রয়োজনীয় সামগ্রী এই কেবিনেটে তুলে রাখা উচিত। এতে রান্নাঘরের পরিসর কম হলেও অনেকটা ফাঁকা লাগবে।
রান্নাঘরের মেঝেতে টাইলস ব্যবহার করা ভালো। এতে রান্নাঘরে বারবার পানির কাজ করা হলেও সহজে স্যাঁতসেঁতে হবে না। রান্না শেষে মেঝে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এরপর শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছে নেওয়া ভালো।
ছোট রান্নাঘরে বাতাস বের করে দেওয়ার জন্য ওপরে একটি এগজস্ট ফ্যান লাগিয়ে নেওয়া যেতে পারে। ধোঁয়া বের করে দেওয়ার জন্য রান্নাঘরে যাতে আলো-বাতাস প্রবেশ করতে পারে সে জন্য একটি জানালার ব্যবস্থাও রাখতে হবে।
রান্নাঘর ছোট হলে প্রয়োজনের অতিরিক্ত হাঁড়ি-পাতিল না কেনাই ভালো। এখন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কিচেন অর্গানাইজার পাওয়া যায়। এগুলোর একটিতেই একাধিক কাজ করা যায় এবং অনেক জিনিস রাখার সুবিধা পাওয়া যায়। প্রয়োজন বুঝে রান্নাঘরের জন্য কিচেন অর্গানাইজার কেনা যেতে পারে। রান্না শেষে অবশ্যই প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখতে হবে। অনেক সময় রান্নাঘরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকলে বড় রান্নাঘরও ছোট দেখায়।
রান্নাঘর সাজাতে জার/পট
জার/পট কি
জার/পট হলো ঢাকনাযুক্ত পাত্র, যার ভেতর শুকনো খাবার দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায়।
জার/পট এর ব্যবহার
অনেক সময় বিস্কুট, চিপস বা অন্য কিছুর সাথে কনটেইনার পাওয়া যায়। অনেকেই এসব কনটেইনার দ্রব্য রাখার কাজে ব্যবহার করে থাকে। এটা না করে বাজারে অনেক রকমের সুন্দর সুন্দর কনটেইনার কিনতে পাওয়া যায়। চাইলে বিভিন্ন পণ্য রাখতে সেগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন- হলুদ, মরিচ, মশলা রাখার জন্য মশলা জার কিনতে পাওয়া যায়।
এছাড়া জার/পট এ আরও যা যা রাখা যেতে পারে তা হলোঃ
- শুকনো ফল,
- চিড়া,
- মুড়ি,
- খই,
- বিস্কুট,
- চিপস,
- আচার,
- জ্যাম,
- জেলী,
- কর্ণফ্লেক্স,
- পপকর্ণ,
- চাল,
- আটা,
- ময়দা,
- সুজি,
- চা-পাতা,
- কফি গুঁড়া,
- চিনি,
- লবণ,
- গোলমরিচ,
- হলুদ গুঁড়া,
- লাল মরিচ গুঁড়া,
- ধনিয়া গুঁড়া,
- জিরা গুঁড়া,
- শুকনো মরিচ, ইত্যাদি।
এই ধরনের খাবারগুলোকে জার বা পটে ভরে দুই থেকে তিন মাস পর্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করা যায় এবং নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।
রান্নাঘরে বৈচিত্র্য আনতে জার/পট ব্যবহার
রান্নাঘরকে সুন্দর করে সাজানোর সময় বৈচিত্র্য আনতে চাইলে ভিন্ন ভিন্ন সাইজ ও ডিজাইনের জার/পট ব্যবহার করা যেতে পারে। এতে দেখতেও ভালো লাগবে এবং ভিন্নতা আসবে।
রান্নাঘরের দেয়াল আলমারিতে জার/পটে ভরে যা যা রাখা যায়ঃ
- সাদা তেল,
- সরিষার তেল (বিশেষ কিছু রান্নার জন্য),
- কারী পাউডার, জিরা, এলাচ, দারুচিনি, শুকনা মরিচ,
- গোটা গোলমরিচ ও গুঁড়া মরিচ,
- লবণ এবং বিট লবণ,
- সয়া সস, টমেটো সস এবং চিলি সস,
- মশলার গুঁড়া,
- সুপ কিউব,
- সরিষা ও কাসুন্দি,
- টোস্ট বিস্কুটের গুঁড়া,
- বিভিন্ন খাবারের রং,
- শুকনো ইষ্ট, বেকিং পাউডার,
- কর্ণ ফ্লাওয়ার,
- সুজি, চিড়া, মুড়ি এবং চিনাবাদাম,
- আইসিং সুগার, ইত্যাদি।
আজকেরডিল এ পাওয়া যাচ্ছে এমন কিছু আকর্ষণীয় জার, পট বা কন্টেইনারের বিস্তারিত বিবরণ
রেকট্যাঙ্গুলার বক্স 3000ml (৩ পিসের কম্বো)
এই বক্সের খাবার ধারণ ক্ষমতা ৩ লিটার পর্যন্ত। এটি লিক-রেসিস্ট্যান্ট, কাজেই খাবারের ঝোল বাইরে বেরিয়ে যাবে না। এতে রয়েছে স্পেস সেভিং স্টোরেজ। এটির স্থায়ীত্ব বেশি এবং এতে দাগ পড়বে না। বক্সটিতে ফুড-গ্রেড ম্যাটেরিয়াল ও পলিপ্রোপেলিন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটি বিপিএ মুক্ত।
ফ্রুট বোল ট্রান্সপারেন্ট (৬ পিসের কম্বো)
এই বক্সের ধারণ ক্ষমতা ১.৫ লিটার। এতে ৬ পিসের কম্বো রয়েছে। বক্সগুলো পরিস্কার করা খুবই সহজ। স্ন্যাক্স বা ফল বহন করার জন্য উপযোগী। এটি ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি।
অয়েল অ্যান্ড ভিনেগার স্প্রেয়ার ও ডিস্পেন্সার - ৩১০ মিলি
এটি একটি অয়েল অ্যান্ড ভিনেগার কন্টেইনার এর সেট। এতে আছে অ্যাডজাস্টেবল ফ্লো কন্ট্রোল স্প্রে। হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালে প্রস্তুত করা হয়ে থাকে। এতে আরও রয়েছে আকর্ষণীয় ডিজাইন। অরিজিনাল ও ব্র্যান্ড নিউ প্রোডাক্ট।
ট্র্যান্সপারেন্ট স্পাইস স্টোরেজ পট - ৬ পিস
এটি একটি ৬ পিসের সেট, সাথে রয়েছে পপ-আপ রাবার লিডস। এর ম্যাটেরিয়াল হলো পিপি (PP) + পিএস(PS)। এতে আছে স্টাইলিশ র্যাক উইথ ট্র্যান্সপারেন্ট কন্টেইনার। মশলার ফ্রেশনেস ধরে রাখতে রয়েছে সহজ পপ-আপ লিড, যা খুব সহজে খোলা ও বন্ধ করা যায়। প্রতিটি পটের ওজন ৪ এম এল।
সাশ্রয়ী দামে জার ও পট কিনুন আজকেরডিল থেকে
আজকেরডিল ডট কম থেকে আপনি অত্যন্ত স্বল্প মূল্যে বিভিন্ন সাইজ ও ডিজাইনের জার ও পট কিনতে পারেন খুব সহজেই। আমাদের ওয়েবসাইট ব্রাউজ করুন অথবা ডাউনলোড করুন আজকেরডিল মোবাইল আ্যপ। বিকাশ দিয়ে পেমেন্ট করে পান ক্যাশব্যাক ও ফ্রি ডেলিভারি অফার। কেনাকাটা করুন এখনই !