এক্স বি কে হেলমেট
বাইক রাইডিং সবসময়ই মজার এবং সেই সাথে অন্যান্য রাইড থেকে রোমাঞ্চকর। সেই সাথে মজার অভিজ্ঞতার সাথে নিজের নিরাপত্তাটাও খেয়াল রাখতে হয়। চালানোর নিরাপত্তা ছাড়া বাইক রাইডিং বিপদ জনক হতে পারে। আর সে জন্যেই আপনার নিরাপত্তার দিকটি এত গুরুত্বপূর্ণ। তাই আপনার নিরাপত্তার জন্যে অনুষাঙ্গিক জিনিসগুলো বাছাই করতে হবে সতর্কতার সাথে। বাইক রাইডিং এর নিরাপত্তার মধ্যে প্রথমেই উঠে আসে হেলমেটের কথা। কেননা একটি মজবুত এবং ভাল মানের হেলমেটই নিশ্চিত করতে পারে আপনার সর্বোচ্চ নিরাপত্তা। সেই সাথে হেলমেটটাও হওয়া চাই আরামদায়ক। না হলে রাইডিং এর চমৎকার অভিজ্ঞতাটাই মাটি হতে পারে।
এক্স বি কে হেলমেট ব্র্যান্ড সম্পর্কে
অন্য সাধারণ হেলমেটের মতই এক্স বি কে হেলমেট গুলো। এই হেলমেট গুলো মূলত জিংবাইক বাইসাইকেল ম্যানুফ্যাকচার নামক প্রাইভেট একটি কোম্পানি বানিয়ে থাকে। যেটি একটি চাইনিজ কোম্পানি। জিংবাইক প্রতিষ্ঠানটি মূলত বাইকের বিভিন্ন অনুষাঙ্গিক জিনিস এবং বাচ্চাদের খেলনা বানিয়ে থাকে। সেই সাথে এটি অনেক পুরানো দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠান। সেই সাথে বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করে চলেছে।
এক্স বি কে মূলত জিংবাইক -এর ই সংক্ষিপ্ত রূপ। এরা বাইকের হেলমেটের পাশা পাশী মোটর বাইকের অন্যান্য জিনিসপত্রও তৈরি করে থাকে। সেই সাথে বাচ্চাদের জন্যেও বানিয়ে থাকে খেলনা।
এক্স বি কে বাইকের মূল কাঁচামাল হলও প্লাস্টিক। উন্নত প্রযুক্তি আর কারিগরি দক্ষতায় বানানো হয় এক্স বি কে বাইক হেলমেট গুলি। মূলত এম-টিবি সব বাইকের সাথেই হেলমেট গুলি মানানসই।
এই হেলমেট বানানোর প্রতিষ্ঠানটি খুবই অভিজ্ঞ এবং সেই সাথে কারিগরি দক্ষতা এবং প্রযুক্তির দিক থেকেও এগিয়ে। তাদের রয়েছে উন্নত মানের সব সুবিধা সহ বিশাল কারখানা। তাদের রিসার্চ এবং ডেভেলপমেন্ট দলটি প্রতিনিয়তই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের পণ্যের ডিজাইন এবং মান উন্নয়ন করে চলেছে। আর এভাবেই তারা তাদের ক্লায়েন্ট এবং ভোক্তাদের মন জয় করার পাশাপাশি অর্জন করে নিয়েছে তাদের দীর্ঘদিনের বিশ্বাস। সেই সাথে তারা তাদের মান, সাশ্রয়ী মূল্য এবং সেবার জন্যেও বিশেষ ভাবে সমাদৃত।
কোথায় পাবেন এক্স বি কে বাইক হেলমেট?
চায়নিজ ব্র্যান্ড হিসেবে সব খানে সব ধরণের বাইকার রাই এক্স বি কে হেলমেট গুলো ব্যবহার করে থাকেন। আর সে জন্য সব খানেই মূলত পেয়ে যাবেন এ হেলমেট গুলো। বাইকের দোকান এবং শো রুম গুলোতেও পেয়ে যাবেন এক্স বি কের হেলমেট। কেনার আগে অবশ্যই দেখে নেওয়া ভাল যেন পরবর্তীতে কোন ঝামেলায় পড়তে না হয়।
যাইহোক, অনলাইন থেকেও সহজে কিনে ফেলতে পারেন এক্স বি কে বাইক হেলমেট। কেননা অনলাইনে মডেল বা কালার অনুযায়ী খুঁজাটা অনেক সহজ। তবে অনলাইন থেকে কেনার সময় বিশ্বাসযোগ্য সাইটে থেকে কেনাই ভাল।
আজকের-ডিল.কম বাংলাদেশের একটি অনলাইন শপ। এখানে হেলমেট সহ বাইকের অন্যান্য যাবতীয় অনুষঙ্গিক জিনিসপত্র পেয়ে যাবেন সইজেই।
আজকের ডিলে দরদাম
আজকের-ডিল.কম সব সময় সেরাটাই দিতে চায় ভোক্তাদের। যেন সর্বদা সেরাটাই আপনি পেয়ে থাকেন।
বিভিন্ন ধরনের মার্চেন্ট/ বিক্রেতা আজকের ডিলের সাথে কাজ করে। যার ফলে মান এবং পণ্য অনুযায়ী তারা আপনাদের বিভিন্ন দামের পণ্য অফার করতে পারে। যার ফলে সেরা দামে সেরা অফারটি আপনিও পেতে পারেন সহজে।
আজকের ডিলে রয়েছে হেলমেট সহ যাবতীয় অনুষাঙ্গিক জিনিসপত্রের বিশাল সমাহার। সেখান থেকে বেছে নিতে পারেন নিজের পছন্দসই পণ্যটি।
সাধারণ মানের এক্স বি কে বাইক হেলমেটের দাম আজকের ডিলে ৮০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার মধ্যেই।
তাছাড়া হাফ ফেসের এক্স বি কে বাইক হেলমেট কিনতে গেলে আপনার খরচ হতে পারে ১,০০০ থেকে ১,২০০ টকার মত।
সেই সাথে ফুল ফেসের এক্স বি কে বাইক হেলমেট গুলোর দাম ১,৫০০ টাকার মধ্যেই রয়েছে।
এছাড়াও আপনার বাইকের সাথে মিলিয়ে অন্যান্য অনুষঙ্গিক জিনিসপত্রও পেতে পারেন এখানে। আর সর্বোচ্চ ২,০০০টাকা থেকে ২,৫০০ টাকা খরচ করলেই পেয়ে যাবেন ভাল মানের একটি এক্স বি কে বাইক হেলমেট। সেই সাথে ঝামেলা ছাড়া পেতে পারেন অফার এবং ডিসকাউন্ট।
পণ্যের গুণগত মান
এক্স বি কে বাইক সহজেই সবখানে পাওয়া যাই। তাই এর গুণগত মান সম্পর্কে সহজেই নিশ্চিত হতে পারেন। নিয়মিত এবং রাফ ইউজের জন্য এক্স বি কে বাইক হেলমেট গুলো খুবই উপযোগী। তাই এর মান সম্পর্কে চিন্তিত হওয়ার কিছু নেই।
আজকের ডিল.কম পণ্যের মান নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। পণ্যের যাবতীয় তথ্য এবং বিস্তারিত বর্ণনা বিশদ আকারে বিবরণী বক্সে দেওয়া থাকে। যার ফলে সেই তথ্যের সাহায্য বিস্তারিত জেনেই পণ্যটি কিনতে পারেন আপনি।
সেই সাথে পণ্যের রেটিং এবং রিভিউ গুলোও দেখে নিতে পারেন। পাশাপাশি যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটিও কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিতে পারেন। আজকের ডিলের গ্রাহক সেবা বছরের প্রতিটি দিনই ২৪ ঘণ্টা আপনার সেবার জন্যে প্রস্তুত থাকে।
যে কোন পণ্য আসল বা রেপ্লিকা সেটি বুঝার জন্য আজকের ডিলের রেপ্লিকা পণ্যের টাইটেলে ‘কপি’ বা ‘রেপ্লিকা’ শব্দটি উল্লেখ থাকে। যেন যে কেউ কেনার আগেই পণ্যটি সম্পর্কে নিশ্চিত হতে পারে।
পরিশেষে
মোটর বাইক খুবই জনপ্রিয় যানবাহন গুলির একটি। বিশেষ করে উঠতি বয়সী ছেলেদের কাছে বাইক এক ধরণের নেশা হয়ে দাঁড়ায়। এছাড়াও অনেকে নিত্যদিনের ব্যক্তিগত যানবাহন হিসেবেও বেছে নেন মোটর বাইক। সেই সাথে বাইক চালানো অনেকের শখেও পরিণত নয়। কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শখ বা দরকারের বাইক চালানোটাই পড়তে পারে দুর্ঘটনার মুখে। সেই সাথে নিজের ক্ষতি সহ হতে পারে প্রিয় যানবাহনটির ক্ষতি। সে জন্যেই নিরাপদে বাইক চালানোর জন্যে নিজের নিরাপত্তাটা আগে নিশ্চিত করে নিতে হবে। কেননা যে কোন ধরণের দুর্ঘটনাই নিজের সহ আপনজনের জন্য হতে পারে দুঃখজনক হতাশা। তাই যে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত আঘাত বা দুর্ঘটনা এড়াতে বাইকের হেলমেট সহ নিরাপত্তার জিনিসগুলো নিশ্চিত করা উচিত। আর সেই সাথে নিরাপদে উপভোগ করুন আপনার বাইক রাইডিং এর অভিজ্ঞতা।