ভিউ সনিক
যে কোন ইলেক্ট্রনিক ডিভাইসের প্রথম অংশ হচ্ছে মনিটর বা ডিসপ্লে। তাই যে কোন মনিটর কেনার ক্ষত্রে কিছু দিক বিবেচনা করে কেনাই ভাল। বিশেষ করে আমরা যখন ভিডিও এডিটিং বা গেমিং এর মত ভারি কাজের জন্য মনিটর কেনার কথা ভাবি। এমনকি সিনেমা বা খেলাধুলা দেখার মনিটরটিও বুঝে শুনে কেনা ভাল। না হলে একটি খারাপ মনিটর মানসিক অশান্তির পাশাপাশি চোখের জন্যেও ক্ষতিকর হতে পারে। তাছাড়া কেনার সময় দামটাও বিবেচনা করতে হয়। সাধ্যের বাইরে গিয়ে তো আর কিছু সম্ভব নয়। তাই নয় কি? এক্ষেত্রে ভিউ সনিক হতে পারে তেমনি একটি ব্র্যান্ড। যেটি চাহিদা পূরণের পাশাপাশি আপনার জন্য হতে পারে সাশ্রয়ী।
বিস্তারিত যাওয়ার আগে ভিউ সনিক ব্যান্ড সম্পর্কে টুকিটাকি জেনে নেওয়া যাক। তারপর না হয় সব দিক বিবেচনা করে জেনে নিবেন কেন ভিউ সনিক আপনার জন্য বিশেষ উপযোগী এবং কোথায় কত-দামে পেতে পারেন।
ভিউ সনিক ব্র্যান্ড
ভিউ সনিক আমেরিকার একটি মাল্টি-ন্যাশনাল ইলেক্ট্রনিক কোম্পানি। অনেকেই জানে না যে তাইওয়ানে তাদের একটি বিশাল গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র আছে।
১৯৮৭ সাল থেকে বিগত ৩৩ বছর তারা সুনামের সাথে ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করে আসছে। সেই সাথে ভিজুয়াল/ ডিসপ্লে প্রযুক্তিতে বেশ নাম কুড়িয়েছে। তারা মূলত LCD (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) এবং প্রোজেক্টরের জন্য বিখ্যাত। পাশাপাশি তারা ইন্টারেক্টিভ হোয়াইট-বোর্ড সহ ডিজিটাল হোয়াইট-বোর্ড সফটওয়্যার ও নিয়ে এসেছে বাজারে।
ভিউ সনিক মূলত শিক্ষা, প্রাতিষ্ঠানিক এবং বিনোদন এ তিনটি খাতে সেবা দিয়ে থাকে। আপনি জেনে অবাক হবেন এই ব্যক্তি মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী বছরে ১ বিলিয়ন ডলার আয় করে থাকে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৮ হাজার ৪ শত ৪৫ কোটি টাকার কিছু বেশী।
ভিউ সনিক ব্র্যান্ডের কিছু উল্লেখযোগ্য পণ্য
অন্যান্য মাল্টি-ন্যাশনাল ব্র্যান্ডের মত হোয়াইট-বোর্ড বিভিন্ন প্রোডাক্ট লাইন সহ কয়েক ধরণের পণ্য রয়েছে। অগেই বলেছিলাম, তারা মূলত শিক্ষা, প্রাতিষ্ঠানিক এবং বিনোদন এ তিনটি খাতেই ব্যবসা করে থাকে। তবে তাদের মূল পণ্যের শ্রেণী হচ্ছে ৪ টি। যথা- মনিটর, প্রজেক্টর, ভিউ বোর্ড এবং ডিজিটাল ডিসপ্লে।
মনিটর
|
প্রজেক্টর
|
ভিউ বোর্ড
|
ডিজিটাল ডিসপ্লে
|
হোম
|
ক্লাসরুম
|
এডুকেশন
|
রিটেইল
|
বিজনেস
|
বড় ভ্যেনু
|
ওয়ার্কপ্লেস
|
প্রো AV
|
প্রফেশনাল
|
হোম থিয়েটার
|
ইন্টারএক্টিভ ডিসপ্লে
|
এডুকেশন
|
এলিট গেমিং
|
কনফারেন্স রুম
|
ক্রমবক্স ও স্লট ইন পিসি
|
ওয়ার্ক-প্লেস
|
মোট কথা গেমিং মনিটর থেকে শুরু করে ছোট মিডিয়া ডিভাইসের ডিসপ্লে সবই ভিউ সনিক বানিয়ে থাকে। তাদের যেমন প্রাতিষ্ঠানিক পণ্য প্রোজেক্টর এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে তেমনি সাধারণ ভোক্তাদের জন্য হোম থিয়েটারও রয়েছে।
কোথায় আপনি ভিউ সনিকের পণ্যগুলো সহজ ভাবে পাবেন?
বিশ্বব্যাপী ভোক্তাদের চাহিদা পূরণ করে ভিউ সনিক বাংলাদেশের মার্কেটেও ভাল অবস্থান ধরে রেখেছে। স্যামসাং, এইচপি, এম এস আই, ডেল, এলজি, ফিলিপস, এসার, আসুস, বেনকিউ, ইসনিক, গিগাবাইট, এওসি ইত্যাদির মত নামী দামী ব্যান্ডের সাথে পাল্লা দিয়েও তারা তাদের সুনাম ধরে রাখতে সক্ষম হচ্ছে।
ভিউ সনিকের আলাদা কোন শো-রুম বাংলাদেশে না থাকলেও এর পণ্য গুলো প্রায় সব খানেই পাওয়া যায়। তাই আপনার নিকটস্থ কম্পিউটার দোকান কিংবা ইলেক্ট্রনিক দোকানে খুঁজলেই ভিউ সনিকের পণ্য পেয়ে যাবেন। তাছাড়া অনলাইনের দোকান গুলোতেও খুঁজতে পারেন পছন্দের কোন মডেল থেকে থাকলে। এখানে পণ্যের সঠিক তথ্যের পাশাপাশি দামটাও মিলিয়ে নিতে পারেন আপনার বাজেটের সাথে।
আজকের-ডিল.কম এমনি একটি অনলাইন দোকান যেখানে ভিউ সনিকের পণ্য গুলো ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন। এরা আপনার পণ্য বাসায় পোঁছে দিবে কোন ঝামেলা ছাড়াই। তাছাড়া পেয়ে যেতে পারেন ডিসকাউন্টও।
আজকের-ডিল.কমে ভিউ সনিকের কি কি পণ্য পাবনে?
বাংলাদেশে পাওয়া যায় ভিউ সনিকের প্রায় সব পণ্যই পেতে পারেন আজকের-ডিল.কমে। তবে নিচের এ তিন ধরণের পণ্যই বেশি কেনা বেচা হয় সাইটটিতে-
ভিউ সনিক ওয়াইড স্ক্রিন মনিটর
সাধারণ সব ধরণের কাজের জন্যে ভিউ সনিকের মনিটর গুলো বেশ উপযোগী। টুকটাক কাজ সহ হালকা পাতলা গেম খেলা থেকে শুর করে সিনেমা দেখার জন্য ভিউ সনিকের ওয়াইড স্ক্রিন কিছুটা আরামদায়ক। স্কয়ার শেপের মনিটরে সব কাজ করা গেলেও ভিডিও বা মুভি দেখা ততটা আরাম পাবেন না।
ভিউ সনিক প্রোজেক্টর
বেশি দর্শকের জন্য বিশাল পর্দা বা প্রজেক্টর ব্যবহার করাই শ্রেয়। স্কুল কলেজ বা বিশ্ব বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বা অফিস কনফারেন্স-রুম প্রজেক্টর ছাড়া ভাবাই যায় না। তাছাড়া বিশ্বকাপ ক্রিকেট কিংবা ফুটবলে প্রজেক্টর না হলে তো আনন্দটাই জমে না। ভিউ সনিকের সব ধরণের প্রজেক্টর পেতে পারেন আজকের ডিল.কমে।
ভিউ সনিক আলট্রা স্লিম এলইডি
কম্পিউটার কিংবা বাসার হোম থিয়েটার এর জন্য আলট্রা স্লিম LED মনিটর গুলোই সবদিক থেকে যুতসই। একজন গেমার বা গ্রাফিক্স ডিজাইনারের কাছে ভাল মানের মনিটরের গুরুত্ব আলাদা ভাবে বলার আছে বলে মনে হয়না। এর উন্নত মানের রেজুলেশন আপনার যে কোন কাজকেই আরও ভালো ভাবে ফুটিয়ে তুলবে নিখুঁত ভাবে। কম রেজুলেশনের মনিটরে গ্রাফিক্সের কাজ করে ডিজাইন খারাপ করার মানেই হয়না। আর একজন গেমারকে হতাশ করতে একটি কম রেজুলেশনের মনিটর ই যথেষ্ট। ভালো মনিটর ছাড়া দামী কনফিগারেশনের পিসি বিল্ড করেও লাভ হয়না।
কেমন হতে পারে ভিউ সনিকের মনিটর আর প্রোজেক্টরের দাম?
যে কোন দামের মধ্যেই ভিউ সনিকের পণ্য রয়েছে আজকের ডিল.কমে। আপনার বাজেটের মধ্যে যে কোনটিই বাছাই করে নিতে পারেন।
সাধারণ মনিটর গুলো ৫,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
যেখানে আলট্রা স্লিম LED মনিটর গুলো ১০,০০০টাকা থেকে শুরু ।
এছাড়াও ২০,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন উন্নত মানের ভিউ সনিক প্রজেক্টর। যেগুলো ক্লাসরুম কিংবা অফিস দুজাগাতেই ব্যবহার করতে পারেন।
পণ্যের দরদাম সময় আর চাহিদার উপর ভিত্তি করে যেমন বাড়তে পারে তেমনি বিভিন্ন অফার বা ছাড়ে দাম কমতেও পারে।
কেন আপনার ভিউ সনিকের পণ্য ব্যবহার করা উচিত?
ভিউ সনিকই যে আপনাকে ব্যবহার করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। আপনি চাইলেই নামী ব্র্যান্ড যেমন স্যামসাং, ডেল বা এম এস আই এর মত উন্নত মানের যে কোন ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। তবে নিচের ৫ টি জিনিস বিবেচনা করলে ভিউ সনিক হতে পারে আপনার পছন্দের একটি ব্র্যান্ড।
১। প্রতিদিনের ব্যবহারের জন্য বেশ উপযোগী।
২। ভিউ সনিক দামের দিক থেকে অনেক সাশ্রয়ী।
৩। বিশ্বব্যাপী ভিউ সনিক ব্র্যান্ড হিসেবে ভালোই নামকরা
৪। ভিউ সনিকের পণ্য এবং যন্ত্রাংশ সব খানেই পাওয়া যায়।
৫। দীর্ঘদিন ব্যবহারের জন্য অন্যান্য চায়নিজ ব্র্যান্ড অথবা নন ব্র্যান্ড থেকে ভাল।
পরিশেষে
যে কোন ইলেক্ট্রনিক ডিভাইসের মূল অংশ হচ্ছে মনিটর। যে কোন কাজের জন্য সেরাটা বাছাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উপরের লেখাটা আপনাকে সেরাটা বাছাই করে নিতে সাহায্য করবে। অন্তত সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে আপনার সহায়ক হবে। যে কোন জিনিসের গুণগত মান যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর দামটাও সাধ্যের মধ্যে হওয়া চাই। না হলে চাহিদা থাকলেও বেশী দামের অনেক কিছুই কেনা যায়না। ভিউ সনিক মূলত কম দামের মধ্যে দীর্ঘস্থায়ী ব্যান্ড গুলোর মধ্যে সেরা। তাছাড়া নন ব্যান্ডের জিনিস ব্যবহার করার চাইতে কম দামে ব্যান্ডের জিনিস ব্যবহার করাও অনেক দিক থেকেই ভাল। তাই না? আশা করি ভিউ সনিক তাদের সুনামের মতই ভোক্তাদের সন্তুষ্টিটাও ধরে রাখতে সক্ষম হবে।