লেনোভোর স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ কিনুন সবচেয়ে কমদামে | আজকেরডিল
প্রযু্ক্তি বাজারে লেনোভো একটি পরিচিত ব্র্যান্ড। এটি একটি চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। উন্নত প্রযুক্তি সম্বলিত পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন, ওয়ার্কস্টেশন, সার্ভার, ইলেক্ট্রনিক স্টোরেজ ডিভাইস এবং স্মার্ট টেলিভিশন তৈরী করে নজর কাড়তে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। ৪ বছর আগেও লেনোভো ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার বিক্রেতা প্রতিষ্ঠান। এখনো লেনোভোর জনপ্রিয়তা চরমে প্রায় ১৬০টি দেশে লেনোভোর পণ্য বিক্রি হয়।
লেনোভোর অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য প্রযুক্তি পণ্যগুলোর রিভিউও বেশ ভালো। আজকেরডিল ডটকম সারাদেশে অনলাইনের মাধ্যমে লেনোভো ব্র্যান্ডের বিভিন্ন পণ্য রিজনেবল প্রাইসে বিক্রি করছে। আপনি ঘরে বসেই লেনোভোর সবপণ্য আজকেরডিল থেকে কিনতে পারবেন।
প্রতিনিয়তই আজকেরডিলের ওয়েবসাইট থেকে লেনোভোর স্মার্টফোন, ট্যাবলেট ও নোটপ্যাড বিক্রি হচ্ছে। এ পণ্যগুলোর প্রতিটিতে রয়েছে লেটেস্ট ও স্মার্ট ফিচার। স্মার্টফোনগুলোর ক্যামেরা ও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো।
লেনোভোর আকর্ষণীয় একটি স্মার্টফোন লেনোভো ‘এ৭০০০’। সেটটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এটির স্ক্রিনের মান আগের চেয়ে উন্নত। এটির আকর্ষণীয় ডিজাইন ইতোমধ্যে টেকি প্রজন্মের নজর কেড়েছে।লেনোভো ‘এ৭০০০’ বডি প্ল্যাস্টিক ও মেটালিক ধাচের তৈরি। ফোনসেটটির ওজন মাত্র ১৪০ গ্রাম। ফোনটির চৌকো আয়তন এটিকে ভিন্নতা দিয়েছে। লেনোভো এ৭০০০-এ রয়েছে ১.৫ গিগাহার্টজ ওক্টা কোর মিডিয়াটেক চিপ। এটির ২ জিবি র্যাম ফোনটিকে আরো গতি দিয়েছে। দীর্ঘক্ষণ ফোন চালানো জন্য এটিতে রয়েছে ২৯০০ মেগাঅ্যাম্পায়ার ব্যাটারি। যা কিনা ৪জি নেটওয়ার্কে একদিন পর্যন্ত অন রাখা সম্ভব।
পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন ছাড়াও এদের রয়েছে পোর্টেবল হার্ড ড্রাইভ ও ল্যাপটপ এডাপ্টার। লেনোভোর সবগুলি পণ্যের বিক্রয়োত্তর ওয়ারেন্টি রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পণ্যের গুণগত মান বজায় রাখে এবং বিক্রয়োত্তর কোয়ালিটি সার্ভিস প্রদান করে। বিশ্বাসযোগ্যতার সাথে যে কেউ লেনোভোর পণ্য কিনতে পারেন। এদের পণ্য কিনে ঠকার ভয় খুব কম।
লেনোভো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলো কিনতে আপনি ভরসা রাখতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকেরডিলের উপর। এখানে লেনোভোর সব স্মার্টফোন পাবেন ওয়ারেন্টিসহ!