টাঙ্গাইল শাড়ি কালেকশন - ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির ডিজাইন ও দাম
আরামদায়ক আর ঐতিহ্যবাহী শাড়ির জন্য সব বয়সি নারীরা ঈদে একটা হলেও টাঙ্গাইল শাড়ি কিনে থাকেন। সুপ্রাচীন কাল থেকে টাঙ্গাইলের দক্ষ কারিগররা তাদের বংশ পরম্পরায় তৈরি করছেন তাঁতের নানা ধরনের কাপড়। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং- এর ভ্রমণ কাহিনীতে টাঙ্গাইলের বস্ত্র শিল্প অর্থাৎ তাঁত শিল্পের উল্লেখ রয়েছে। সে দিক থেকে বলা যায় এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অংশ।
ঈদ কিংবা পূজা পার্বণে আবহমান বাঙ্গালী নারীর পছন্দ এই টাঙ্গাইল শাড়ি। বলা যেতে পারে, টাঙ্গাইল তাঁতের শাড়ির প্রতি রয়েছে নারীর আলাদা টান। বাহারি রঙ আর আধুনিক কারুকার্যের টাঙ্গাইল শাড়ি সহজেই নারীর মন আকর্ষণ করে। ঈদ সামনে রেখে জমে উঠেছে টাঙ্গাইল তাঁতের শাড়ির বাজার। টাঙ্গাইল তাঁতের শাড়ির বৈচিত্র আর নতুনত্ব ঈদকে উপলক্ষ করে আরও একধাপ এগিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব শাড়ি ছড়িয়ে পড়েছে সারা দেশ এবং দেশের বাইরেও।
আধুনিক ডিজাইন এর টাঙ্গাইলের সুতি শাড়ি
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে বাহারি ডিজাইন ও আধুনিক কারুকার্যের শাড়ি তৈরি হচ্ছে টাঙ্গাইলে। যা নারীদের মন সহজেই আকর্ষন করে। দেখতে পছন্দনীয়,পরনেও আরামদায়ক। মাপে ১৪ হাত এবং নরম মোলায়েম এবং পরতে আরাম। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এনেছে টাঙ্গাইলের সফট সিল্ক ও কটন শাড়ি। এই শাড়ির বুনন ও ডিজাইন দৃষ্টি কাড়ে।
টাঙ্গাইলের শাড়ির বৈশিষ্ট্য হলো- পাড় বা কিনারের কারু কাজ। ঈদের সময় এসব শাড়ি ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে। মন জয় করে নিচ্ছে দেশ বিদেশের সৌন্দর্য পিপাষুদের। তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন, এবার ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে পুরোনো নকশায় নতুন রঙের বৈচিত্র্য দেখা যাচ্ছে টাঙ্গাইল শাড়ীগুলোতে, তাই দেরী না করে কিনেই ফেলুন একটি। এছাড়া সময় ও চাহিদার সাথে তাল রেখে দিন দিন পাল্টে যাচ্ছে টাঙ্গাইল শাড়ির আকর্ষণ ও নকশার নতুননত্ত।
টাঙ্গাইল এর তাঁতের শাড়ি
টাঙ্গাইল শাড়ি মানেই তাঁত ও সুতির শাড়ির সমাহার। তবে রাজধানীর যেকোনো মার্কেট আর শপিংমলের শাড়ির দোকানগুলোতে পেয়ে যাবেন আকর্ষনীয় ডিজাইনের টাঙ্গাইল শাড়ি, এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল আজকের ডিলেও রয়েছে টাঙ্গাইল শাড়ির এক্সক্লুসিভ সব কালেকশন। ভিজিট করুন আজকেরডিল; নিশ্চিতভাবেই আপনার পছন্দের টাঙ্গাইলের শাড়িটি আপনি খুঁজে পাবেন আজকেরডিল এর টাঙ্গাইল শাড়ি সেকশনে!