স্মার্ট ওয়াচ কিনুন অনলাইনে । আজকেরডিল
যুগের সাথে তাল মিলিয়ে আজকাল সব ধরনের পণ্যই আধুনিক হচ্ছে। সময় দেখার জন্য মানুষ এখন সাধারণ এনালগ ঘড়ি না দেখে স্মার্ট ওয়াচ ব্যবহার করছে। প্রযুক্তি ও ফ্যাশনপ্রিয় মানুষদের পছন্দের তালিকায় স্মার্ট ওয়াচ রয়েছে শীর্ষে।
স্মার্ট ওয়াচের প্রয়োজনীয়তা
আমাদের দেশে কয়েক বছর ধরেই স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা বেড়ে চলেছে। ছোট-বড় সকল বয়সের মানুষ আজকাল স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন। স্মার্ট ওয়াচ যে শুধু স্টাইলের জন্যই পরা হয়, তা নয়। এর কিছু উপকারী ভুমিকাও রয়েছে।
স্মার্ট ওয়াচ ব্যবহারকারীর হার্ট রেট, হাঁটার পদক্ষেপ, ব্লাড প্রেসার, দেহের তাপমাত্রা, ইত্য্যাদি তথ্য সংগ্রহ করতে পারে। কাজেই, স্মার্ট ওয়াচ ফিটনেস বজায় রাখার ব্যাপারে অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখতে পারে। এটি যেহেতু
হৃৎস্পন্দন মাপতে পারে, সেহেতু একজন হার্টের রোগীর জন্য এটি বেশ ভালো ডিভাইস হতে পারে। হাঁটা, ব্যায়াম ও কাজের সময় এটি পরে থাকলে তা
ক্যালরি খরচ করার পরিমাণ জানিয়ে দিবে। এর ফলে ওজন নিয়ন্ত্রণের ইচ্ছা থাকলে এই ওয়াচের সাহায্যে ক্যালরি মেপে খাওয়া যায় ও সাথে সাথে ক্যালরির
ঘাটতি পূরণে খাবারের পরিকল্পনাও করা যায় খুব সহজেই। এছাড়াও স্মার্ট ওয়াচ ট্র্যাক করে জানাতে পারবে একজন দিনে কত পদক্ষেপ হাঁটে বা কতটা দূরত্ব দৌড়ায়।
সুস্থভাবে বেঁচে থাকতে একজন মানুষের জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরী। এবং
ঘুমের যথাযথ রুটিনে মেনে চলাটাও জরুরি। স্মার্ট ওয়াচের স্লিপ মনিটর ব্যক্তিভেদে একজন মানুষের কতটুকু ঘুম প্রয়োজন, তা জানাবে। এছাড়াও এই অপশনটি কম সময় ঘুমালে সেটিও জানাবে।
স্মার্ট ওয়াচে দেহের তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মোমিটার আছে। এই ফিচারটি অ্যাথলেটদের জন্য অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে পাহাড়ে ওঠা, দৌড়ানো, জিম করা, সাইকেল চালানো ও সাঁতার কাটার সময় বেশ নিখুঁতভাবে পরিমাপ করা যায়। ব্যায়াম ও হাঁটাহাঁটি করে কতটুকু ক্যালরি বার্ন হয়েছে, তার হিসাব করতে স্মার্ট ওয়াচে অ্যালগরিদম ব্যবহার করা হয়।
স্মার্টওয়াচের ব্যবহার
স্মার্ট ওয়াচ যেন হাতে বাঁধা ছোট্ট একটি কম্পিউটার। আগে যেমন ল্যাপটপ বা ডেস্কটপের সাহায্যে অফিসের বিভিন্ন কাজ করা হতো, তেমনি এখন সিমযুক্ত স্মার্ট ওয়াচের সাহায্যে অনেকেই অফিসের জরুরী কাজ সেরে নিচ্ছেন। এভাবেই স্মার্ট ওয়াচ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করছে।
এলার্ম বা রিমাইন্ডারের বিকল্প
অনেক সময় মানুষ কাজে ব্যস্ত থাকায় বিভিন্ন জরুরী কাজের কথা ভুলে যান।
স্মার্ট ওয়াচের অ্যালার্ম বা রিমাইন্ডার নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করিয়ে দেবে। যারা অফিসে বসে দীর্ঘ সময় ধরে বসে কাজ করেন, তাদের জন্য ডিভাইসটির ব্যবহার করা বেশ উপকারী হতে পারে। একনাগাড়ে যদি কেউ এক জায়গায় অনেক সময় ধরে বসে থাকে, স্মার্ট ওয়াচ তা সময়মতো মনে করিয়ে দেবে। এছাড়াও জরুরী মিটিঙয়ের রিমাইন্ডার, কোন জরুরী কাজের রিমাইন্ডার, কাউকে কল দেওয়া, বা কাউকে কোন জরুরী মেসেজ দেওয়ার জন্যও স্মার্ট ওয়াচ বেশ কার্যকরী।
স্মার্ট ওয়াচের প্রকারভেদ
সাধারণত বাজারে দুই ধরনের স্মার্ট ওয়াচ দেখা যায়, সিম-সাপোর্টেড আর সিমলেস স্মার্ট ওয়াচ।
সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ
সিম-সাপোর্টেড স্মার্ট ওয়াচগুলোর চাহিদা বাজারে বেশি। এগুলোকে স্মার্টফোনের মত করেই ব্যবহার করা যায়। সাধারণত এই ধরনের স্মার্ট ওয়াচগুলো ডুয়েল সিম বা দুটি সিম সাপোর্ট করে। এই ওয়াচের সাহায্যে কথা বলা, মেসেজ পাঠানো, ছবি তোলা, ভিডিও করা, গান শোনা, বিভিন্ন সোশাল মিডিয়া যেমন- ফেসবুক, টুইটার, ইত্যাদি ছাড়াও ব্রাউজার ব্যবহার করা, ব্লুটুথ ব্যবহার করা, জিপিএস ট্র্যাকার সহ আরও অনেক কাজ করা যায়। তাই নিঃসন্দেহে এই সিম-সাপোর্টেড স্মার্ট ওয়াচগুলোকে স্মার্টফোনের বিকল্প বলা যেতে পারে।
সিমলেস স্মার্ট ওয়াচ
সিমলেস স্মার্ট ওয়াচগুলোতে সিম ব্যবহার করা যায় না, ফলে এগুলো ফোনের মত ব্যবহার করা যায় না। এছাড়া অন্য সকল ফিচারই এতে রয়েছে। এটি শিশুদের ব্যবহারের জন্য নিরাপদ, তাই অনেক অভিভাবক শিশুদেরকে সিমলেস স্মার্ট ওয়াচ ব্যবহার করতে দিচ্ছেন।
স্মার্ট ওয়াচের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড
অনেক বিখ্যাত কোম্পানী স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা অনুধাবন করে স্মার্ট ওয়াচ তৈরি করতে শুরু করেছে। এর ফলে কম দাম থেকে শুরু করে বেশি দামের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ বাজারে পাওয়া যাচ্ছে। মোবাইল নির্মাতা কোম্পানিগুলোই এক্ষেত্রে এগিয়ে আছে। কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ হলো- অ্যাপেল ওয়াচ, মি স্মার্ট ব্যান্ড ফ্রম শাওমি, আসুস স্মার্ট ওয়াচ, মটোরোলা স্মার্ট ওয়াচ, সনি স্মার্ট ওয়াচ, ইত্যাদি। এগুলো স্মার্ট ওয়াচ ক্রেতাদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
স্মার্ট ওয়াচ কিনতে ভিসিট করুন আজকেরডিল ওয়েবসাইট বা আজকেরডিল অ্যাপ
আজকেরডিল ডট কমের ওয়েবসাইট ছাড়াও আজকেরডিলের মোবাইল অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেই অনলাইন শপিং করতে পারেন নিশ্চিন্তে।আজই গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন আজকেরডিলের অ্যান্ড্রয়েড অ্যাপ আর উপভোগ করুন বাংলাদেশের যে কোন প্রান্তে বসে অনলাইন শপিং। তাই দেরি না করে আপনার পছন্দের স্মার্ট ওয়াচ কিনতে এখনই ভিসিট করুন আজকেরডিল ওয়েবসাইট বা অ্যান্ড্রয়েড অ্যাপ আর পেয়ে যান আপনার পছন্দের স্মার্ট ওয়াচটি।