ব্যাগ কিনুন অনলাইনে বাংলাদেশে সবচেয়ে কমদামে
বর্তমান সময়ে ফ্যাশনের অন্যতম সঙ্গী হচ্ছে ব্যাগ। পোশাকের সাথে মানানসই ও ম্যাচিং ব্যাগ না হলে গেট আপের মধ্যে অপূর্ণতা রয়ে যায়। পোশাক ও জুতার সঙ্গে ম্যাচ করা একটা ব্যাগ থাকবেই। পার্টি, অফিস, বিয়ে বাড়ি, অনুষ্ঠান ঘুরতে যাওয়া, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুতেই নিত্য প্রয়োজনীয় টুকিটাকি রাখার সহজ মাধ্যম হচ্ছে ব্যাগ। ব্যাগ ছাড়া যেন স্টাইলটাই পানসে লাগে।
কয়েক বছর আগেও ব্যাগ কেবলই নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার দ্রব্য হিসেবেই ব্যবহারতো দিন দিন সে ধারা বদলে গিয়ে বিভিন্ন ধরনে স্টাইলিশ ব্যাগ ফ্যাশনে পরিণত হয়েছে। যেহেতু ব্যাগ ফ্যাশনেরই অংশ তাই পোশাকের সাথে মানানসই ব্যাগ বহন করা আপনাকে আরো স্টাইলিশ করে তুলতে পারে।
আজকাল মেয়েরা জামা জুতা কেনার পরে ব্যাগের দোকানেই ভিড় জমায়। তাই যুগের সাথে স্টাইলিশ থাকতে চাইলে আজই আজকেরডিল ডট কম ব্রাউজ করুন আর কিনে ফেলুন আপনার পছন্দের পোশাকের সাথে মানানসই ব্যাগটি।
বিভিন্ন ডিজাইন, কালার ও সাইজের ব্যাগ ও বিভিন্ন স্টাইলের ব্যাগ। এর মধ্যে রয়েছে লেদার, রেক্সিন, কাপড় ও প্লাস্টিকের ব্যাগ। আর রয়েছে প্রচুর কালেকশন ভিন্ন ভিন্ন গেট আপের সঙ্গে পছন্দ করতে পারেন ভিন্ন ভিন্ন স্টাইল।
আগের দিনে মেয়েদের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে দুই একটা কমন কালারই শুধু দেখা যেতো। আর এখন যুগের সাথে তাল মিলিয়ে পাওয়া যায় বাহারী রঙের সমাহার। যেকোনো কালারফুল ব্যাগগুলো চাইলেই ড্রেসের সাথে ম্যাচিং করে নেয়া যায়। কালারফুল ব্যাগের মধ্যে আছে পিংক, ব্লু, এ্যাশ, স্কাই, মেরুন, রেড, হোয়াইট, স্কাই-ব্লু, ব্ল্যাক, প্রভৃতি রঙের ব্যাগ। পোশাক আর প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখেই আপনার ব্যাগ পছন্দ করুন।
আগে তরুণীদের একটু বড় বড় ব্যাগ ব্যাগ ব্যবহার করতে দেখলেও এখন মাঝারী আর ছোট আকার গুলোই বেশি ফ্যাশনেবল। তবে লক্ষ রাখতে হবে ব্যাগটা ফ্যাশন এবং বহনের জন্য যেন পারফেক্ট হয়।
আজকেরডিলে পাওয়া যাচ্ছে এমন কয়েক ধরনের ব্যাগের বর্ণনা দেওয়া হলো-
ফ্রেমড ব্যাগ
যেসব ব্যাগ এর ওপরের পাশ এবং ২ সাইড মেটাল ফ্রেম দিয়ে আটকানো থাকে ঐগুলোকেই ফ্রেমড ব্যাগ বলে। ফ্রেমড ব্যাগ খালি অবস্থায়ও বেশ ভারি হয় এর মেটাল ফ্রেমের কারণে। তাই রেগুলার ইউজের জন্য এটা কমফরটেবল না। আবার এটা হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বলে এটাকে ফ্ল্যাট করে শুইয়ে ক্যারি করা যায় না। ফ্রেমড পার্স ও বেশ জনপ্রিয় বিশেষ করে ব্রাইডাল ও পার্টি গেটাপের সাথে। ফ্রেমড ব্যাগ মাঝারি সাইজের হয় এবং একসাথে অনেক কিছু ক্যারি করা যায়।
বাকেট ব্যাগ
এই ব্যাগগুলোর শেইপ অনেকটা বাকেটের মত, তাই এই নাম। এগুলো সাধারনত চ্যাপ্টা তলের ও খোলা মুখের বড় হাতল/বেল্ট ওয়ালা ব্যাগ। কামিজের সাথে এই ব্যাগ ক্যারি করা মানানসই। এই ব্যাগ সাধারনত মিডিয়াম সাইজের হয়ে থাকে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস সহজেই ক্যারি করা যায়।
ম্যাসেঞ্জার ব্যাগ
ম্যাসেঞ্জার ব্যাগে লম্বা স্ট্র্যাপ থাকে যার সাহায্যে এটা কাঁধে ঝুলিয়ে নেয়া যায়। অনেকেই এই ব্যাগ বুকের ওপর দিয়ে আড়াআড়ি ভাবে এক পাশে ঝুলিয়ে ক্যারি করেন। এই ব্যাগ ছাত্রছাত্রীদের মাঝে অনেক বেশি জনপ্রিয়। ছোট থেকে মাঝারি সাইজ পর্যন্ত হয়ে থাকে এগুলো। অল্প কিছু জিনিস যেমন ২/৩ টি বই-খাতা, ছাতা, পানির বোতল ইত্যাদি ক্যারি করা যায় এগুলোতে। সাধারণত কামিজ ও ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই ব্যাগ নেয়া মানায়।
স্যাচেল ব্যাগ
স্যাচেল ব্যাগ হল সবেচেয়ে বেশি ব্যবহৃত হ্যান্ডব্যাগ। আমরা সচরাচর মিডিয়াম থেকে বড় সাইজের উপরে হাতলওয়ালা যেসব ব্যাগ ব্যবহার করি যাতে নিত্য প্রয়োজনীয় সবকিছু ধরে, সেগুলোই স্যাচেল ব্যাগ। এগুলোর তলা সাধারণত ফ্ল্যাট হয় এবং দুইটি ছোট হাতল অথবা একটা লম্বা বেল্ট থাকে। এসব ব্যাগ কেনার সময় নিউট্রাল কালার যেমন লেদার এর মধ্যে কালো অথবা ডিপ ব্রাউন কালারের ব্যাগ চুজ করা উচিত। সাদা বা বেইজ (অফ হোয়াইট) জাতীয় হালকা কালার অ্যাভয়েড করা উচিত কারণ এগুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। খুব বেশি লোগো বা মেটালওয়ালা ডিজাইনের ব্যাগ অ্যাভয়েড করাই বেটার। যেহেতু এই ব্যাগ গুলোর বিভিন্ন রকম সাইজ হয়, তাই অনেকেই কলেজ, ভার্সিটি, অফিসে ব্যবহার করে থাকে।
ডাফেল ব্যাগ
ডাফেল ব্যাগ সাইজে বেশ বড় হয়। এগুলো সাধারণত ট্র্যাভেল বা স্পোর্টসের কাজে ব্যবহৃত হয়। এটায় অনেক জায়গা থাকে বিধায় কাপড়চোপড়, জুতা ও ভ্রমণের অন্যান্য আইটেম নেয়া যায়। যারা রেগুলার জিমে গিয়ে এক্সারসাইজ করে তারা এটায় এক্সট্রা কাপড় ক্যারি করেন। যারা স্পোর্টস করেন, তারা জার্সি, খেলার সামগ্রী ক্যারি করেন এটায়।
টোটা ব্যাগ
টোটা ব্যাগ। এই ব্যাগ সাধারণত বিয়ের আসরে কনের হাতে দেখা যায়। ক্লাচ ব্যাগ সিম্পল অথবা গর্জিয়াস দুরকমই হয়। তাই বিয়ে বা যেকোনো পার্টিতে শাড়ি, গাউন, কামিজের সাথে ক্লাচ ব্যাগ ক্যারি করতে দেখা যায়। এই ব্যাগে জায়গা খুব কম। তাই একটা ফোন, লিপস্টিক আর টাকা ছাড়া কিছু রাখা যায় না।
ব্যাগেট ব্যাগ
এই ব্যাগগুলো চওড়ায় একটু বেশি কিন্তু লম্বায় ছোট হয়। ক্যাজুয়াল ডেইলি ইউজের জন্য এই ব্যাগ পারফেক্ট। যেকোনো পার্টি, ওয়েডিং বা ফাংশনে শাড়ি, কামিজ, ওয়েস্টার্ন সব ধরনের ড্রেসের সাথেই এই ব্যাগ নেয়া যায়। এগুলো সাইজে বেশি বড় হয় না তাই শুধু একদম প্রয়োজনীয় টুকিটাকি জিনিস যেমন ফোন, লিপস্টিক, টাকা, একটা মিরর আর চিরুনি নেয়া যাবে।
বিভিন্ন ফ্যাশনেবল ডিজাইনের ব্যাগ কিনতে চাইলে আজই ভিসিট করুন আজকেরডিল ডট কম। আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারিসহ হোম ডেলিভারির সুবিধা। তাই দেরি না করে আজই আপনার পোষাকের সাথে মিলিয়ে অর্ডার দিন আপনার পছন্দের ব্যাগটি, আর হয়ে যান স্টাইলিশ।