অনলাইনে সাশ্রয়ী দামে শ্রাগ ও কেপ কিনুন খুব সহজেই
একটি পোশাককে আরও গ্ল্যামারাস এবং অনন্য করতেই শ্রাগ পরা হয়ে থাকে। শ্রাগটিকে প্রায় একটি স্লিভলেস ব্লাউজের মতই দেখায় যা অফ-শোল্ডার গাউন বা স্কার্টের সাথে জুড়ে দেওয়া যায় এবং ভালোই মানিয়ে যায়।
কয়েক বছর আগে শীতের পোশাকের উদ্দেশ্য ছিল কেবল শীত নিবারণ করা। তবে এখন আর আগের মতো অবস্থা নেই, যুগ পাল্টেছে, যুগের সাথে ফ্যাশনও পাল্টাচ্ছে প্রতিবছর। এখন শীতের পোষাক যেমন শীত নিবারণ করছে, তেমনি ফ্যাশনেবলও হচ্ছে। পশ্চিমা পোশাকের সাথে শ্রাগ যেমন সুন্দরভাবে মানিয়ে যায়, তেমনি ইন্দো-ওয়েস্টার্ন ফিউশনের সাথেও শ্রাগের সংমিশ্রণ বেশ ভালো দেখায়।
শীতের জন্য পোশাক কেনার প্রবণতা ফ্যাশন এবং ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলছে। সন্ধ্যায় আর্দ্র কুয়াশা এবং বাতাস থাকে, তাই মানুষ এখন শীতকে ফ্যাশনের সাথে একত্রিত করতে চায়। আজকেরডিল ডট কম-এ শীতকালীন শ্রাগ, কেপ ইত্যাদির বিশাল সংগ্রহ রয়েছে।
শ্রাগের প্রয়োজনীয়তা
শ্রাগ-এর ব্যবহার বেশ উপকারী। যাদের অল্প পরিমাণে মেদ রয়েছে, তারা খুব সহজেই শরীরের অতিরিক্ত মেদ শ্রাগ দ্বারা ঢাকতে পারেন এবং যারা খুব চর্মসার, তাদেরকে শ্রাগ পড়লে খানিকটা মোটা দেখাবে। অনেকে অফ-শোল্ডার টপ বা টিউব টপ পড়তে পছন্দ করেন, তবে রাস্তায় বা বাসে এ জাতীয় পোশাকে স্বচ্ছন্দ বোধ করেন না। তারা বাড়ি থেকে বেরোনোর সময় টপসের উপর একটি শ্রাগ পড়ে নিতে পারেন। এতে স্টাইলও হলো, আবার পোষাকটি আরামদায়কও হলো।
এই পোশাকটি ট্রাউজার, স্কার্ট বা অন্য যেকোন পোষাকের সাথে মিলিয়ে পড়া যেতে পারে। এটি সঠিকভাবে বহন করতে পারলে ব্যক্তিত্বে একটি নতুন মাত্রা নিয়ে আসে। কেবল যুবক-যুবতীই নয় মধ্যবয়সী মহিলারাও শাড়ি বা কুর্তির সাহায্যে এটি ব্যবহার করতে পারেন। শ্রাগ কেবল একটি ফ্যাশনওয়্যার নয়, আভিজাত্যের প্রতীকও বটে। শ্রাগ একটি আলাদা ফ্যাশন যোগ করে এবং রোদ থেকে ত্বককে রক্ষা করে। একটু ঠান্ডা আবহাওয়াতেও এটি ব্যবহার করা যেতে পারে।
শ্রাগের উপকরণ
শ্রাগ বর্তমানে বিভিন্ন উপকরণ যেমন লিনেন কাপড়, জরি, কুরশি কাটা দিয়ে বোনা ইত্যাদি শ্রাগের পাশাপাশি এখন ডেনিম, সিল্ক বা সাটিন দিয়েও তৈরি হচ্ছে। ডিজাইনার শ্রাগগুলোতে কাটওয়ার্ক ডিজাইন ছাড়াও ভারী ব্রোকেডের কাজ করা হচ্ছে।
কেইপ
শাড়ি বা কামিজ ও কুর্তির উপরে স্লিভলেস লম্বা স্কার্টের সাথে সাধারণত কেইপ পড়া হয়ে থাকে। বেশিরভাগ কেপ জর্জেট বা নেট কাপড় দিয়ে তৈরি করা হয়।
লং শ্রাগ
আজকাল তরুণীরা শর্ট ফতুয়া, স্লিভলেস টপস, কুর্তি এমনকি শাড়ির সাথেও লং শ্রাগ পরে থাকেন। আসলে লং শ্রাগ ফ্যাশনের এমন একটি অনুষঙ্গে পরিণত হয়েছে যে এটি একটি সাধারণ পোশাককেও অসাধারণ করে তোলে। লং শ্রাগগুলো সাধারণত নেট, জর্জেট বা জমকালো সুতি কাপড় দিয়েও তৈরি করা হয়ে থাকে। কোনটির সামনে বা পাশের বেল্ট বা ফিতা আছে। কোনটির আবার সামনে সম্পূর্ণ খোলা রাখা হয়। এছাড়াও বেশ কিছু লং শ্রাগের সামনে পুরোটাতেই বোতাম অথবা কয়েকটি বোতাম রেখে ডিজাইন করা হয়। এভাবেই লং শ্রাগকে বিভিন্ন পোষাকের সাথে কাস্টোমাইজ করে পরতে দেখা যাচ্ছে, যা ফ্যাশনে আনছে নতুন মাত্রা।
স্টাইলিশ কটি
কুর্তি, কামিজ এবং ফতুয়ার উপর দিয়ে চট করে একটি কটি পরে নিলেই দেখতে বেশ স্টাইলিশ লাগে। আগে একটা সময় শুধু কামিজ বা গেঞ্জির উপরে ওড়নার বদলে কটি পরতো ষোড়শী তরুনীরা। তাও শুধু ঘরে, সাধারণত ঘরের বাইরে কটি পরার চল ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে কটি আজকাল ঘরের বাইরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিগত কয়েক বছর থেকে শাড়ির সাথে কটি পরার ট্রেন্ডটিও তরুনী ও মহিলাদের মধ্যে বেশ ভাল সাড়া ফেলেছে।
লেডিস ফ্যাশনেবল পঞ্চো
বর্তমানে নানা ডিজাইনের পঞ্চো বাজারে পাওয়া যাচ্ছে। আগে শুধুমাত্র গোল গলার পঞ্চো পাওয়া যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন ধরণের নেকলাইন যেমন, হল্টার নেট, বোট নেক, ভি-নেক, রাউন্ড, ক্রাওল নেক, স্কয়ার, ইত্যাদি ডিজাইনড পঞ্চো পাওয়া যাচ্ছে। কতগুলোতে সুতো ঝুলানো থাকে আবার কোনোটিতে চারপাশ জুড়ে নরম পশম দেওয়া থাকে। কোন কোনটি আবার হুডি লাগানো হচ্ছে, আবার কখনও মাফলারের মত দুটো বাড়তি অংশ যোগ করা হয়েছে। ইদানীং আবার পঞ্চোর দু’পাশের কিছু অংশ সেলাই করে স্পিংভের মতো দুটো আলাদা কাফ জুড়ে দেওয়া হচ্ছে। নতুনত্ব আনতে পঞ্চোর সামনের দিকে কেটে স্কার্ফ স্টাইল অথবা চারকোণার বদলে গোল শেপ দেওয়া হচ্ছে। এছাড়াও পঞ্চোর সামনে জুড়ে দেওয়া হচ্ছে ফিতা, লেস, বোতাম বা ব্রোচ। মোটকথা,পঞ্চোর ডিজাইন নিয়ে বাজারে বেশ নিরীক্ষা চলছে।
আজকাল উল, ক্রচেট, খাদি বা যেকোনো ধরণের কাপড় দিয়ে পঞ্চো তৈরি হচ্ছে। দেশি ফ্যাশন হাউসগুলো খাদি, সিল্ক ও জর্জেট কাপড় দিয়ে পঞ্চো তৈরি করছেন। তাতে বড় বড় বোতাম, রঙবেরঙের ফিতা, ইয়োক, পুঁতি-চুমকি, ঝুলনি, প্যাচওয়ার্ক নানা অনুষঙ্গ জুড়ে দিচ্ছেন। এতে ডিজাইনে ভিন্নতা আসছে, দেখতেও সুন্দর লাগছে।
ডিজাইনেবল কটি, শ্রাগ ও কেইপ কিনুন আজকেরডিল ডট কম থেকে, একদম সুলভ মুল্যে
আজকেরডিল ডট কম এ মেয়েদের জন্য বিভিন্ন রঙ এবং ডিজাইনের শ্রাগস, কেপ ও কটির সম্ভার রয়েছে। তাই এখনই আপনার পছন্দসই ফ্যাশনেবল কেপ, শ্রাগ বা কটি কিনতে চাইলে ব্রাউজ করুন আজকেরডিল ডট কম এর ওয়েবসাইট অথবা আজকেরডিল অ্যাপ। বিকাশ পেমেন্টে পেতে পারেন আকর্ষণীয় ক্যাশব্যাক অফার, সাথে ফ্রি হোম ডেলিভারির সূবর্ণ সুযোগ। কাজেই অর্ডার করুন, এখনই!